ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সকালে উঠে নিজের আজকের রাশিফল দেখে নিন

Rai Kishori
September 20, 2021 7:22 am
Link Copied!

সকালে উঠে নিজের আজকের রাশিফল দেখে নিলে, সারাদিন সেই ভাবেই কাটাতে পারবেন গোটা দিন। কোন বাধা বিঘ্ন থাকলে, তা এড়িয়ে চলুন। সুন্দর হবে আপনার জীবন।

মেষঃ অর্থ সংক্রান্ত বিষয়ে সমস্যা হওয়ার আগে, পরিবারের সকলের সঙ্গে আলোচনা করে নিন। খেলাধূলার মধ্যে থাকলে শরীর ভালো থাকবে। বাড়ি থেকে দূরে থাকলে, সন্ধ্যের সময় পার্কে যেতে পারেন। অর্থ সঠিক ভাবে খরচে মন দিন।

বৃষভঃ কাছের মানুষদের সময় দিতে না পারলে, মন খারাপ হয়ে যাবে। ব্যস্ততার মাঝে কিছুটা আরাম করতে পারবেন। পরিবারের সদস্যরা আপনার উপর কিছু দাবি করবে। জমি খাতে বিনিয়োগ মারাত্মক হতে পারে।

মিথুনঃ আত্মীয় বন্ধুদের থেকে অনেক উপহার পেতে পারেন আজ। চারপাশের মানুষের সমর্থন পাবেন। অফিস, বাড়ি- সবকিছুতেই আপনি রাজ করবেন। বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করলে, অর্থ ব্যয়ের দিকে নজর রাখুন।

কর্কটঃ পরিবারের ছোটদেরকে নিয়ে শপিং যেতে পারেন। পুরনো অসুস্থ থেকে আজকের দিনে মুক্তি পেতে পারেন। বন্ধুদের সঙ্গে সুন্দর সময় কাটবে। অচেনা মানুষদের সাহায্যে আর্থিক উন্নতির যোগ রয়েছে।

সিংহঃ ভালবাসার মানুষদের থেকে উপহার নেওয়ার এবং তাঁদের উপহার দেওয়ার দিন। মন ভালো রাখতে বিশেষ কিছু করুন। ব্যবসায়ীদের জন্য আজকের দিন শুভ। অতিরিক্ত অর্থ জমি বাড়িতে বিনিয়োগ করতে পারবেন।

কন্যাঃ সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে তুলুন। গর্ভবতী মায়েরা আজকের দিনে নিজের দিকে যত্ন নিন। ফাঁকা সময়েও অফিসের কাজ থাকবে। খরচ বেশি হওয়ায়, সঞ্চয়ে সমস্যা হবে।

তুলাঃ সব কাজে আত্মীয়রা আপনাকে সমর্থন করবে। খেলাধূলার মধ্যে আজকের দিনে নিযুক্ত থাকুন। সফরের মাধ্যমে নতুন মানুষের সঙ্গে সাক্ষাৎ হবে। মানুষ আপনার থেকে কি চায়, তা জানার চেষ্টা করুন।

বৃশ্চিকঃ প্রয়োজনে বন্ধুরা আপনাকে সাহায্য করবে। মেঝের উপর দিয়ে হাঁটার সময়, গর্ভবতী মায়েরা সাবধানে চলবেন। ধূমপানরত ব্যক্তির সামনে থেকে সরতে দাঁড়ান। মানিব্যাগ সামলে রাখুন।

ধনুঃ পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সমস্যা হতে পারে। দিনের শুরুতে যোগ ব্যায়াম করুন। বাড়িতে আচমকাই আত্মীয় আসতে পারে। অর্থ ব্যয়ের ক্ষেত্রে চিন্তা ভাবনা করে খরচ করুন।

মকরঃ রাতের ফাঁকা সময়ে পরিবারের সকলের সঙ্গে কিছুটা সময় কাটান। বেশি আনন্দিত হবেন না, উত্তেজনা নিয়ন্ত্রণে রাখুন। থেমে থাকা ঘরের কাজ আজকে শেষ করুন। সন্ধ্যের দিকে আর্থিক উন্নতির যোগ রয়েছে।

কুম্ভঃ কর্মক্ষেত্রে পুরনো কাজের প্রশংসা পাবেন আজকের দিনে। এই রাশির ব্যক্তিদের বেশি তেল মশলা দেওয়া খাবার না খাওয়াই মঙ্গলের। বেশি লোকেদের মাঝখানে খাকতে ইচ্ছা করবে না, একা কিছুটা সময় কাটান। পূর্বে ঋণ দেওয়া অর্থ ফেরত পেতে পারবেন।

মীনঃ হঠাৎ করে মেজাজ হারাবেন না। ব্যক্তিগত সমস্যা মানসিক শান্তি নষ্ট করবে। পুরস্কার পাওয়ার সম্ভাবনা স্থগিত হওয়ায়, কিছুটা মানসিক অশান্তি হবে। বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করায়, কিছুটা অর্থ ব্যয় হবে।

http://www.anandalokfoundation.com/