14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন ৩ জন

Rai Kishori
April 18, 2020 6:36 pm
Link Copied!

একাদশ জাতীয় সংসদের উপনির্বাচনে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন তিনজন। ঢাকা-১০ আসনে জয়ী আওয়ামী লীগের মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) অ্যাডভোকেট আমিরুল আলম মিলন ও গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি শপথ নিয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদে তাদের শপথ বাক্য পাঠ করান।

করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই ২১ মার্চ এসব আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ঢাকা-১০ আসনে ইভিএমে ভোট হয়। অন্যদিকে গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনের উপনির্বাচন হয় ব্যালেটের মাধ্যমে।

শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।

http://www.anandalokfoundation.com/