বেনাপোল পৌরসভায় ২৬০৯ জনকে টিসিবির পণ্য দেওয়া হয়েছে।
বুধবার সকালে বেনাপোল পৌরসভার মেয়র আলহাজ্ব নাসির উদ্দিনের নির্দেশক্রমে পৌর বিয়ে বাড়ি প্রাঙ্গণে এ টিসিবি পণ্যের উদ্বোধন করেন পৌরসভার প্যানেল মেয়র-১ কামরুন নাহার আন্না।
এসময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভার প্যানেল মেয়র-২ আলহাজ্ব মজনুর রহমান নুপুর, প্যানেল মেয়র-৩ শরিফুল ইসলাম শরীফ, কাউন্সিলর সুলতান আহমেদ বাবু, আজিম উদ্দিন গাজী, কামাল হোসেন, মিজানুর রহমান, শাহিনুর রহমান, আসাদুজ্জামান, হাসানুজ্জামান তাজিন, জুলেখা বেগম, মর্জিনা মীম,পৌর কর্মকর্তা রনি প্রমুখ। দিনব্যাপী সুষ্ঠভাবে এ টিসিবি পন্য বিতরণ হওয়ায় পৌরবাসী সন্তোশ প্রকাশ করেছেন।
এবারের টিসিবি পণ্যে ৪৭০ টাকার বিনিময়ে ২লিটার সোয়াবিন তেল, ২কেজি মসুরের ডাল ও ৫ কেজি চাল দেওয়া হয়। স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিনের সার্বিক দিকনির্দেশনায় টিসিবির পণ্য পাইবার দাবিদারদের মধ্যে সঠিকভাবে বন্টন হওয়ায় এবং দ্রব্যমূল্যের বাজারে কম টাকায় এ ধরণের পণ্য পাওয়ায় সরকারের এ পরিকল্পনাকে সাধুবাদ জানিয়েছেন ভোক্তারা।