ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সংখ্যালঘু নির্যাতনে দোষীদের বিচারহীনতার সংষ্কৃতিতে বাংলাদেশ

admin
November 17, 2017 3:40 pm
Link Copied!

রবীন্দ্রনাথ বসুঃ  কথিত ফেইসবুকে ধর্ম অবমাননার অযুহাতে রংপুরের গঙ্গাচড়া উপজেলার হরকলি ঠাকুরপাড়া গ্রামে সাম্প্রদায়িক হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও নির্যাতনের বিরুদ্ধে এবং টিটু রায়ের মুক্তির দাবিতে মানববন্ধন।

আজ ১৭ই নভেম্বর শুক্রবার সকাল সাড়ে দশটায় রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শুরু  হয়।

উপস্থিত সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সারাদেশে একের পর এক সাম্প্রদায়িক হামলা চলছে। পূর্বের হামলা, নির্যাতনের বিচার না হওয়ায় সারাদেশে আজ বিচারহীনতার সংষ্কৃতি প্রতিষ্ঠা পাচ্ছে। এসময় বক্তারা রংপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জোর দাবি জানান।

অন্যান্য সংগঠনের মধ্যে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, জাগো হিন্দু পরিষদ, বাংলাদেশ হিন্দু পরিষদ, শারদাঞ্জলি ফোরাম ঢাকা মহানগর কমিটির নেতৃবৃন্দ মানববন্ধন কর্মসূচী পালন করেন।

http://www.anandalokfoundation.com/