13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ছোটদের ভোট কালীগঞ্জে ষ্টুডেন্ট কেবিনেট নির্বাচন

Brinda Chowdhury
January 25, 2020 8:01 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ কালীগঞ্জে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন ২০২০ সম্পন্ন হয়েছে। নির্বাচনের ফলাফলে বিজয়ীদের মধ্যে অত্র বিদ্যালয়ের দশম শ্রেনীর বিজ্ঞান বিভাগের ছাত্র আচ আজিজ রিমন সর্ব্বোচ ৪৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। বিজয়ী অন্নান্যরা হল দশম ভোকেশনাল শাখা থেকে মেহরাব শরিফ ৪৪৯ ভোট। নবম শ্রেনীতে বিজ্ঞানে কাজী ৪২৫ ভোট ও নোমান ৪০০ ভোট। অষ্টম শ্রেনীতে আকিদুল ইসলাম ৩৩৪ ভোট। ৭ম শ্রেনীতে কৌশিক কুমার ৩৭৫ ভোট ও দারাইন ৩৪৮ ভোট এবং ৬ষ্ট শেনীতে সোয়েব ৩৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এবারের নির্বাচনে ভোটযুদ্ধে মোট ১৬ জন প্রার্থী অংশগ্রহন করে। শনিবার সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোটার ছাত্ররা লাইনে দাঁড়িয়ে তাদের ভোট প্রদান করে। বিদ্যালয়ের মোট ভোটার সংখ্যা ৮৭৩ জন।

নির্বাচনের মাধ্যমে নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা শিক্ষা, ক্রিড়া, স্বাস্থ্য, পরিবেশ, পানি, বৃক্ষরোপন, অতিথি আপ্যায়ন ও উৎসব উদযাপন সহ মোট ৮ টি মন্ত্রনালয়ের দ্বায়িত্ব পালন করবে।
এদিকে ছোট ছোট ছাত্রদের উৎসব মুখর পরিবেশে অনুষ্টিত ওই বিদ্যালয়ের ২০২০ সালের ষ্টুডেন্ট কেবিনেট নির্বাচন পর্যবেক্ষণ করতে আসেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ও কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী।

এ ছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন ও সাংগঠনিক সম্পাদক জাবেদ হোসেন জুয়েল ভোট কেন্দ্র পরিদর্শন করেন।

ভোটগ্রহন চলাকালে সরেজমিনে ভোট কেন্দ্রে গেলে দেখা যায়, সারিবদ্ধ লাইনে দাঁড়িয়ে ছাত্ররা ভোট প্রদান করছে। এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অত্র বিদ্যালয়ের ছাত্র এস কে মেহেদী হাসানের সাথে কথা বললে সে জানায়, এবারের স্টুডেন্ট কেবিনেট নির্বাচন ভোটগ্রহন কার্যক্রম সুষ্টভাবে চলছে। এ ভোটে শৃংখলার জন্য ১০ জন বি এন সি সি ক্যাডেট ছাত্র নিযুক্ত করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্র চর্চা তৈরি করতেই এ ‘স্টুডেন্টস কেবিনেট নির্বাচনের’ আয়োজন করা হয়।

সে আরো জানায়, শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে আট সদস্যের একটি স্টুডেন্টস কেবিনেট। ষষ্ঠ থেকে দশম শ্রেনীর যে কোনো ছাত্র নির্বাচনে প্রার্থী হতে পারে। একজন ভোটার সর্ব্বোচ ৮ টি ভোট দিবে। এর মধ্যে প্রতি শ্রেণিতে একটি করে এবং যে কোনো তিন শ্রেণিতে সর্ব্বোচ দুটি করে ভোট দিতে পারবে। প্রতি শ্রেনী থেকে একজন করে ৫ জন নির্বাচিত প্রতিনিধি ও ৫ শ্রেণির সর্বোচ ভোটপ্রাপ্ত ৩ জন সহ মোট ৮ জনের একটি কেবিনেট হবে। এ নির্বাচিত প্রতিতনিধিরা তাদের প্রথম সভায় একজন প্রধান প্রতিনিধি মনোনীত করবে। একই সঙ্গে তারা প্রত্যেকের দায়িত্ব বণ্টন সহ সারা বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন করবে।

http://www.anandalokfoundation.com/