13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

শ্রীশ্রী গৌর নিতাই মন্দির দখল ও ভক্তদের নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Link Copied!

ঢাকা ১৬ আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার সেল্টারে সুধীর গং কর্তৃক মিরপুরের মারুল মৌজার প্রাতিষ্ঠানিক প্লট নং-১ এ অবস্থিত শ্রীশ্রী গৌর নিতাই মন্দির দখল ও সেবায়েত কাম সাধারন সম্পাদক ডা: শুভেন্দু তালুকদার( শ্রী শুভানন্দ দাস ব্রহ্মচারী ) ও মন্দিরের ব্রহ্মচারী ভক্তবৃন্দদের সন্ত্রাসী কায়দায় মারধর করে অন্যায় ভাবে মন্দির থেকে বের করে দেওয়ার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

আজ ৬ সেপ্টেম্বর ২০২৪ইং তারিখ শুক্রবার সকাল ১১.০০ টায় ঢাকার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে শ্রী শ্রী গৌর নিতাই মন্দির ও বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরাম এর উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সংবাদ বিজ্ঞপ্তি পাঠ করেছেন মিরপুরস্থ শ্রী শ্রী গৌর নিতাই মন্দির সাধারণ সম্পাদক ও সেবায়েত ডা: সুবেন্দু তালুকদার উরফে শ্রী শুভানন্দ দাস ব্রহ্মচারী, ।

সংবাদ সম্মেলনে  সেবায়েত ডা: সুবেন্দু তালুকদার বলেন, আওয়ামী দুশাসনের আমলে ঢাকা ১৬ আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ছত্রছায়ায় সুধীর গং কর্তৃক মিরপুরের দুয়ারীপাড়ার আমাদের শ্রীশ্রী গৌর নিতাই মন্দির দখল, আমাকে ও আমার সাথে থাকা মন্দিরের ভক্তবৃন্দদের অমানবিক নির্যাতনসহ নানাবিধ মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও সর্বশেষ আমাকে সন্ত্রাসী কায়দায় অন্যায় ভাবে গত ১৬ মার্চ ২০২০ ইং তারিখে মন্দির থেকে বের করে দেয়। এবং বের করে দেওয়ার পর আমি সরকারের বিভিন্ন দপ্তরে থানায় জেলা প্রশাসক আর্মি দপ্তর সহ সর্বোচ্চ যোগাযোগ করেও স্থানীয় সংসদ সদস্যের প্রভাবে আমাদের মন্দিরটি আমরা ফিরে পেতে ব্যর্থ হয়েছি। তাদের দ্বারা আমার প্রাননাশের হূমকি থাকায় আমি কিছু সরকারী দপ্তরে চিঠিপত্র দেওয়া সহ সামান্য কিছু আইনী ব্যবস্থা গ্রহন করতে পেরেছি এবং বেশির ভাগ সময়ই অজ্ঞাতবাস করছি। তাই বর্তমানে পরিস্থিতি অনুকূলে থাকায় সংবাদ সম্মেলন করে আপনাদের মাধ্যমে মন্দিটি ফিরে পেতে ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করতে বর্তমান সরকার এবং সংশ্লিষ্ট সকলকে বিষয়টি জানাচ্ছি।

তিনি আরও বলেন, গত ১৬ ই অক্টোবর ২০১৭ইং সালে সুধীর গং কর্তৃক ঢাকা মিরপুরের ক্যান্টনমেন্টস্থ চাকুলি স্বর্গীয় চাঁন মোহন শ্রীশ্রী দূর্গামন্দির পরিচালনায় ব্যর্থ হয়ে ড. নির্মলকান্তি মিত্র (অব: অধ্যাপক ও বিভাগীয় প্রধান গণিত বিভাগ), জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় যৌথ ভাবে চাকুলী ও মিরপুর ডি ও এইচ এস সংলগ্ন অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তাগণ ও আপামর জনসাধারণের বৈঠকের মাধ্যমে ও সরকারি স্ট্যাম্পে সহি স্বাক্ষর করে চাকুলী মন্দির ও পূজা কমিটির পক্ষ থেকে দালিলিক ভাবে আমাদের পরিচালনা কমিটির নিকট হস্তান্তর করেন।হস্তান্তরের পর আমি সুনামের সহিত সুচারো রূপে ইস্কন ও এলাকার ভক্তবৃন্দদের নিয়ে মন্দির পরিচালনা করিয়া আসার একসময় জানিতে পারি যে, মন্দিরের যে জায়গাটি আমাদেরকে হস্তান্তর করা হয়েছে সেই দাগ নাম্বারের জমি এটি নয়। পরে আমি একটি স্থায়ী মন্দিরের জন্য সমস্ত ভক্তবৃন্দদের নিয়ে মিটিং করে সিদ্ধান্ত উপনীত হয়ে আমাদের মন্দিরটি যে জায়গায় ছিল সেই জায়গাটিকে পার্মানেন্ট বন্দোবস্ত নেওয়ার জন্য আমরি প্রাণপন চেষ্টা কালে এই মন্দিরের উপর দিয়ে মেট্রোরেলের কর্তৃপক্ষ মেট্রোরেল লাইন নির্মাণ করার জন্য উড়াল সেতুর পিলার মন্দিরের জায়গায় নির্মান করার সিদ্ধান্ত নেয়। পরে মেট্রোরেল তাদের প্রকল্প বাস্তবায়নের জন্য আমাদের মন্দিরটি অন্যত্র সরিয়ে নিতে আমাদের উপর চাপ সৃষ্টি করতে থাকে। পরে আমি ও আমার মন্দিরের ভক্তবৃন্দরা মেট্রোরেল প্রকল্প কর্তৃপক্ষ ও সরকারের বিভিন্ন মহলে মন্দিরের জায়গা স্থায়ীভাবে পেতে আপ্রাণ চেষ্টা করতে থাকি। পরে মেট্রোরেল প্রকল্প ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় গুলো সিদ্ধান্ত নিয়ে মিরপুরের দুয়ারী পাড়ায় আমাদেরকে স্থায়ীভাবে মন্দির নির্মাণের জন্য গত এত তারিখে ১৬ শতাংশ জায়গা সরকারি ভাবে বরাদ্দ দেয় এবং পরে সাব কাবলা দলিলের মাধ্যমে আমি মন্দিরের সেবায়েত ও সাধারণ সম্পাদক হিসেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় হইতে রেজিস্ট্রি করিয়া মন্দিরের নামে নাম জারি করত সরকারি খাজনা পরিশোধ করি।পরে সরকারের নির্দেশ মতো পুরাতন মন্দির ছাড়িয়া সরকার নির্মিত অস্থায়ী টিনসেট মন্দিরে স্থানান্তর হই এবং সরকারের যথাযথ কর্তৃপক্ষ হইতে আমাকে মন্দির যথাযথ কাগজপত্রের মাধ্যমে হস্তান্তর করা হয়। পরে ভিজিট করতে এসে মেট্রোরেল শুধু গৌর নিতাই মন্দিরের অবস্থান পেয়ে আর্মি ও মেট্রোরেল শুধুমাত্র শ্রী শ্রী গৌর নিতাই মন্দির প্রতিস্থাপনের উদ্যোগ নেন এবং মেট্রোরেল,বাংলাদেশ সেনাবাহিনী ও শ্রী শ্রী গৌর নিতাই মন্দিরে মাঝে ত্রিপক্ষীয় চুক্তি (MOU- Memorandum of understanding) স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী দলিল সম্পাদিত হয় যে বরাদ্ধকৃত জায়গায় একটি দৃষ্টি নন্দন মন্দির নির্মান হবে যাহা গৌর নিতাই মন্দির হিসেবে প্রতিষ্ঠিত হবে,এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করে।

সেবাইয়েত বলেন, দুর্ভাগ্যবশত মূল মন্দির নির্মাণ শুরু হওয়ার পর থেকে স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস মোল্লার সহযোগিতায় সুধীর গং কর্তৃক মন্দির দখলের অপচেষ্টা শুরু করে এবং তারই ধারবাহিকতায় গত এত তারিখে সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লা নিজে অতিথি হিসেবে উপস্থিত থেকে সুধীর গং এর মাধ্যমে পূজার নামে আমাকে হস্থান্তর করা অস্থায়ী মন্দিরে আমাকে ও আমার ভক্তবৃন্দ দিদিকে বেধড়ক মারধর করে এবং মন্দিরের প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় এবং গুম ও হত্যার হুমকি দেয় ইলিয়াস মোল্লার লালিত পুলিশ ও তার দলীয় সন্ত্রাসীদের মাধ্যমে আমাদেরকে এক বস্ত্রে মন্দির থেকে করে দেয় এবং স্থানীয় থানাকে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরর নির্দেশ দিলে থানাপুলিশ আমার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা রুজু করে। পরে আমি মানবাধিকার সংস্থা বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সহযোগিতায় স্থানীয় থানায় সুধীর গংদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করি, সেই মামলা এখনো বিচারাধীন। আমি উক্ত বিষয়ে সমাধানের জন্য আমার কমিটি, মানবাধিকার নেতৃবৃন্দ, হিন্দু ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ সকললকে নিয়ে একাধিকবার দেখা করে স্থানীয় সংসদ সদস্যকে বুঝাতে পারিনি । সে তার হীনস্বার্থ চরিতার্থ করার জন্য অন্যায়কারীদের পক্ষে বারবার সায় দিয়ে আমাকে বিতারিত করার সর্বোচ চেষ্টা করেছেন। আজকে তাদেরই জন্য আমি একজন গৃহ ত্যাগী ব্রহ্মচারী হয়েও মন্দিরের সেবিত বিগ্রহ নিয়ে মন্দির ছেড়ে ভাড়া বাসায় পূজা অর্চনা করে আসছি। আমি একজন ধর্মজাজক হয়েও তাদের নির্যাতন হামলা ও মামলা থেকে আমি ও আমার ভক্তবৃন্দরা রেহাই পাইনি। আমার বিরেদ্ধে সুধীরের দেয়া মন্দির হস্তান্তরের জাল জালিয়াতির মামলাটি কোর্ট খারিজ করে দিয়েছে। পিবিআই তদন্ত করে রিপোর্ট দিয়েছে কোন জালজালিয়াতি বা প্রতারণা হয় নাই।

সেবাইত আরও বলেন, বর্তমানে আপামর জনসাধারণ সহ বিশাল ভক্তদের দাবী সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লা সহ সুধীর গংদের আইনামলে এনে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা গ্রহন করে সাধারণ সকল ভক্তদের জন্য মন্দির উন্মুক্ত করে সকলের প্রার্থনায় সুযোগ ও সেবায়েত ও মন্দিরে থাকা ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করা।

সংবাদ সম্মেলনে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন বাংলাদেশ সন্মেলিত সনাতন পরিষদের সভাপতি অধ্যাপক হীরেন্দ্রনাথ বিশ্বাস, ঢাকা প্রনবমঠ অধ্যক্ষ শ্রী গনেশ মহারাজ, বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরাম কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কালীপদ মজুমদার, বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মানিক চন্দ্র সরকার, আইন বিষয়ক সম্পাদক এড. বাসুদেব গূহ ̧ দপ্তর সম্পাদক গোপাল চন্দ্র মন্ডল, হিন্দু যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমন গোস্বামী পুলক, হিন্দু ছাত্র ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি অজয় কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সঞ্জিত কুমার দাস সহ মঠ মন্দিরের সাধুসন্তুগন ও বিভিন্ন হিন্দু ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।

http://www.anandalokfoundation.com/