রবিবার(৬ অক্টোবর) সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিকাল ৪টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে আসন্ন শারদীয় দুর্গোৎসব সফল ভাবে পালন করার লক্ষে উপজেলার সকল দুর্গা পুজা মন্ডপ সভাপতি ও সম্পাদকের সাথে মতবিনিময়সভার আয়োজন করা হয়।
নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় চত্তরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার আব্দুল ওয়াহেদ।
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ শ্যামনগর উপজেলার সভাপতি রবীন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে মতবিনিময়সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সহকারী অধ্যাপক আবু সাঈদ, পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলার সদস্য সচিব কিরণ শংকর চ্যাটার্জী, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক জহুরুল হক আপ্পু, সহকারী অধ্যাপক পরিমল কৃষ্ণ মন্ডল, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ শ্যামনগর উপজেলার
সহ-সভাপতি কৃষ্ণানন্দ মুখ্যার্জী, সাধারণ সম্পাদক এ্যাড.কৃষ্ণ পদ মন্ডল, ছাত্র সমন্বয়ক মাসুম বিল্যা, শরিফুল ইসলাম, বিএনপি নেত্রী নুরজাহান পারভীন ঝর্ণা, বিএনপি নেতা এ্যাড.মাসুদুল আলম দোহা, আশেক ই এলাহী মুন্না প্রমুখ। উপজেলার ৬৬টি দুর্গা পুজা মন্ডপে উপজেলা বিএনপির পক্ষ থেকে সভাপতি/সম্পাদকের হাতে অনুদান তুলে দেওয়া হয়।