বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নুর মার্কেট হতে ডিজিএফআই শ্যামনগর উপজেলা প্রতিনিধি সার্জেন্ট আল মামুনের তথ্যের ভিত্তিতে ভূয়া আপন বহুমুখী উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল মোঃ মোস্তাফিজুর রহমান (৪৫)কে আটক করা হয়েছে। তিনি নিজেকে শ্যামনগর উপজেলায় অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার পরিচয় দিয়ে তার প্রতিষ্ঠানে লোক নিয়োগের নামে প্রায় ১৬ লক্ষ টাকার সংগ্রহের পরিকল্পনা করেন।
তার বাড়ী কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার মনশ্বর গ্রামে। তার পিতার নাম আহম্মদ আলী।
সার্জেন্ট আল মামুন জানান, তার প্রতিষ্ঠানে ১৮০০০ টাকা বেতন দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের টাইপ করা একটি কাগজে নিয়োগ বিজ্ঞপ্তি এলাকায় প্রচার করলে ৪০ জন লোকের থেকে ২০০ টাকার ফরমে আবেদন করেন এবং জামানত হিসাবে ৪০ হাজার টাকা করে জন প্রতি নেওয়ার জন্য প্রার্থীদের কাছে প্রস্তাব করে কাজ করেন। ৪০ জন থেকে ৪০ হাজার টাকা করে প্রাথমিকভাবে মোট ১৬ লক্ষ টাকা সংগ্রহ করার পরিকল্পনা করেন। উল্লেখ্য যে তিনি কোন পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেননি নিয়োগ পরীক্ষা নেওয়ার প্রশ্নপত্র ও যাবতীয় সরঞ্জাম উপজেলা সদরের আবাসিক হোটেল ম্যানগ্রোভ থেকে উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তির তথ্য অনুযায়ী উল্লেখিত আপন বহুমুখী উন্নয়ন ফাউন্ডেশনের সাথে আরো স্থানীয় শ্যামনগর উপজেলার দুই জন প্রতারক প্রতারণার সাথে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন শ্যামনগর উপজেলার ছোট কুপট গ্রামের শামসুর রহমানের পুত্র মোঃ ফয়সাল বাদশা (৩২) ও উপজেলার নওয়াবেঁকী গ্রামের আবু হেনা মোস্তফা কামালের পুত্র জিএম সেলিম আহমেদ(৩৫)। জানা যায় তিন প্রতারককে ডিজিএফআই সাতক্ষীরা উপ-শাখার নজরদারির মাধ্যমে সেনাবাহিনীর পাওখালি কালিগন্জ ক্যাম্পের মাধ্যমে আটক করা হয়।
সার্জেন্ট আল মামুন আরও বলেন উল্লেখিত ব্যক্তিরা এক বছর আগে শ্যামনগর উপজেলায় সোশ্যাল এন্ড কালচারাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামে একটি এনজিও পরিচালনা করে এলাকায় প্রতারনা করে মানুষের থেকে টাকা পয়সা নিয়ে পালিয়ে যান।পরবর্তীতে তারা উক্ত নাম পরিবর্তন করে আপন বহুমুখী উন্নয়ন ফাউন্ডেশন নামে এনজিও পরিচালণা করে এলাকায় চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করার উদ্দেশ্যেই কাজ চলমান ছিল।
জানা যায় শ্যামনগর উপজেলায় আপন বহুমুখী উন্নয়ন ফাউন্ডেশনের কোন অফিস বা কার্যক্রম নেই।উপজেলা সমাজ সেবা অফিসের কোন ছাড়পত্র বা নিবন্ধন নেই,উপজেলা প্রশাসনের কোন অনুমতিও নেই।কোন কার্যক্রম না থাকা সত্ত্বেও তারা নিয়োগ দিয়ে নিয়োগ বানিজ্যের করার চেষ্টা করেন।