প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সপরিবার সাক্ষাৎ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।
শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তিনি সাক্ষাৎ করেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। সাক্ষাতের সময় কাদের সিদ্দিকীর সঙ্গে তার সহধর্মিনী বেগম নাসরিন ও তাদের দুই কন্যাও ছিলেন। তবে, সাক্ষাতের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি কৃষক শ্রমিক জনতা লীগের এই নেতা।