প্লাবন রহমান : শুধু রাজনীতির মাঠে নয়, সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গেয়েও তিনি মানুষের মন জয় করেছেন। তিনি নওগাঁ-৬ আসনের আওয়ামীলীগের সংসদ সদস্য ও কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. ইসরাফিল আলম। রাণীনগর মহিলা অনার্স (ডিগ্রি) কলেজে নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বেশ কয়েকটি দেশের গান ও পুরাতন দিনের জনপ্রিয় গান পরিবেশন করেন তিনি। এদিন তার গায়ে ছিল লাল রঙে পাঞ্জাবি।
মঙ্গলবার কলেজ প্রাঙ্গনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চন্দন কুমার মহন্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ গান পরিবেশন করেন।
এসময় এমপি বেশ কয়েকটি দেশের গান ও পুরাতন দিনের জনপ্রিয় গান পরিবেশন করেন। এসময় এমপির ভরাট কন্ঠে গান শুনে অনুষ্ঠানে আগত শত শত দর্শক করতালির মাধ্যমে তাকে শুভেচ্ছা জানান। এছাড়াও অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায়, বাংলাদেশ বেতারের শিল্পী রফিকুল ইসলাম, চ্যানেল আই ক্ষুদে শিল্পী প্রীতি, কলেজের শিক্ষার্থীসহ উপজেলা শিল্পকলা একাডেমির নিয়মিত শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া বিনতে তাবিব, ওসি এএসএম সিদ্দিকুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বারী, সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, কলেজ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও প্রবীণ শিক্ষক গিয়াস উদ্দিন, মোফাজ্জল হোসেন, সদর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেনসহ কলেজের সকল শিক্ষক, কর্মচারী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কলেজের ১৮জন কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও বই প্রদান করা হয়।