আরিফ মোল্ল্যা, কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি॥ কালীগঞ্জ শহরসহ উপজেলাতে প্রায় ১হাজারেরও বেশি শিশু শ্রমিক দিয়ে চলছে সোনা-রুপা দিয়ে গহনা তৈরির কাজ। এই ঝুঁকি পূর্ণ কাজ করার জন্য তাদেরকে নিরাপত্তা মুলক কোন ব্যবস্থা দেয়া হয়না।
এমনকি কাজ শেষে ঠিকমতো তাদের পারিশ্রমিকও দেয়া হয় না। এই পেশার কারিগররা তাই মহাজনদের জালে আটকা পড়ে বের হতে পারেনা। খোঁজ খবর নিয়ে জানাগেছে এই পেশার শ্রমিকরা সংশারের অভাব অনাটনের কারনে অল্পো বয়সেই গ্রামথেকে শহরে কাজের সন্ধানে ছুটে আসে। এ্যাসিড দিয়ে তৈরি করা হয় সোনা-রুপার এই গহনা। কিন্তু তাদের এই ঝুঁকিপূর্ণ কাজের জন্য দেয়া হয়না কোন নিরাপত্তা মুলক ব্যবস্থা। এমনকি তাদের চোখের নিরাপত্তার জন্য কোন চশমাও দেয়া হয়না।
বাজারে সব দ্রব্যমুল্যর দাম বাড়লেও বাড়েনি এই শ্রমিকদের কাজের মজুরি। বিশস্থ সূত্রে জানা গেছে সোনা-রুপার শ্রমিকরা একটি শ্রমিক সংগঠন করতে চেষ্টা করেছিল অনেক আগেই। কিন্তু কিছু অসাধু মহাজনরা তাদের এই শ্রমিক সংগঠন না করার জন্য বিভিন্ন ভয়ভিতি দেখিয়ে থাকেন । আর শ্রমিকরা কাজ হারানোর ভয়ে কিছু করতে সাহস পান না।
নাম প্রকাশে অনিচ্ছুর একাধিক কারিগর জানালেন তাদের এই করুন কাহিনির কথা। গহনা তৈরির মজুরি কম থাকায় কারিগররা তাদের সংশারে অভাব অনাটনের কারনে প্রতি সপ্তাহে তাদের মহাজনদের কাজ থেকে বেশি টাকা নিয়ে থাকেন ।
তাই প্রতি সপ্তাহে তারা মহাজনদের কাছে দেনায় জড়িয়ে পড়েন। একটি নাকেরতা তৈরি করতে শ্রমিকরা মজুরি পান ১৫ টাকা মহাজনরা পান ৫০ টাকা,এক ভোরি সোনার গহনা তৈরি করতে শ্রমিক পান ২৬০০ থেকে ২৮০০ টাকা আপরদিকে মহাজনরা পান ৪০০০ থেকে ৪২০০টাকা। এক জোড়া রুপার নুপুর তৈরি করতে শ্রমিকরা পান ২০০ থেকে ২৫০টাকা মহাজনরা পান ৪০০টাকা।