13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

শিশু-কিশোরদেরকে আগামী দিনের সৈনিক হিসেবে গড়ে তুলতে হবে -মোস্তাফা জব্বার

admin
September 20, 2019 9:50 pm
Link Copied!

আগামী দিনগুলো ডিজিটাল শিল্প বিপ্লবের দিন। শিশু-কিশোরদেরকে আগামী দিনের ডিজিটাল বিপ্লবের উপযোগী সৈনিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক অভিভাবক-সহ সংশ্লিষ্ট সংগঠনসমূহকে আরো সচেষ্ট হতে হবে। বলেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমিতে খেলাঘর জাতীয় সম্মেলন ২০১৯ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান সম্মেলনের উদ্বোধন করেন।

মন্ত্রী স্বাধীনতার পূর্বে খেলাঘরের অসাম্প্রদায়িকতা বিরোধী ভূমিকা-সহ নানা ক্ষেত্রে এর ভূমিকা তুলে ধরে বলেন, খেলাঘরকে আবারো জাগ্রত হতে হবে। বঙ্গবন্ধু যে জাতিসত্তার জন্ম দিয়েছেন তা টিকিয়ে রাখতে আগামী দিনগুলোতেও খেলাঘরকে কাজ করতে হবে। তিনি ছেলে-মেয়েদের জন্য ডিজিটাল শিক্ষার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, ডিজিটাল শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে ডিজিটাল শিক্ষা অপরিহার্য। বাংলাদেশের ছেলে-মেয়েরা খুবই মেধাবী। তাদের মেধা ডিজিটাল বিপ্লবের শক্তিশালী হাতিয়ার হতে পারে।

মোস্তাফা জব্বার বাংলাদেশের জাতীয় প্রবৃদ্ধি, শিক্ষার হার, নারী উন্নয়ন-সহ উন্নয়নের প্রতিটি সূচকে গত ১০ বছরের সফলতার চিত্র তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের ধারণা বিশ্বে এগিয়ে যাওয়ার দৃষ্টান্ত হিসেবে উঠে আসছে।

খেলাঘর জাতীয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক পান্না কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আখতারুজ্জামান এবং বরগুনার সাত বছরের শিশু মনিরা বক্তৃতা করেন।

পরে মন্ত্রীর নেতৃত্বে খেলাঘরের একটি শোভাযাত্রা বের হয়।

http://www.anandalokfoundation.com/