বিশেষ প্রতিবেদকঃ আজকের দিনে জন্মগ্রহণকারী মেধাবী ব্যক্তিদের মধ্যে শিল্পাচার্য জয়নুল আবেদীনও রয়েছেন। ১৯১৪ সালের আজকের এই দিনে বৃহত্তর ময়মনসিংহ জেলার বর্তমানে কিশোরগঞ্জ জেলার কেন্দুয়ায় জন্মগ্রহণ করেন এই মকর রাশির জাতক।
দুর্ভিক্ষ-চিত্রমালা, সংগ্রাম, সাঁওতাল রমণী, ঝড়সহ আরো অনেক ছবি তাঁর বিখ্যাত ছবির তালিকায় জায়গা করে নিয়েছে। এ ছাড়া গ্রাম বাংলার উৎসব নিয়ে ১৯৭০ সালে তাঁর বিখ্যাত ৬৫ ফুট দীর্ঘ ‘নবান্ন’ ছবিটিও আঁকেন তিনি।
১৯৪৮ সালে ঢাকায় ইনস্টিটিউট অব আর্টস অ্যান্ড ক্র্যাফ্টস জয়নুল আবেদীনের হাত ধরেই প্রতিষ্ঠিত হয়। যার বর্তমান নাম চারুকলা ইনস্টিটিউট। ১৯৬৬ সাল পর্যন্ত এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন এই গুণী ব্যক্তিত্ব।
১৯৭৫ সালে সোনারগাঁয়একটি লোকশিল্প জাদুঘর ও ময়মনসিংহে শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালা নামের একটি গ্যালারি প্রতিষ্ঠা করেন তিনি। তাঁর আঁকা কিছু চিত্রকর্ম এই দুটি প্রতাষ্ঠানে সংরক্ষিত রয়েছে। ১৯৭৬ সালের ২৮ মে ঢাকায় মৃত্যুবরণ করেন জয়নুল আবেদীন।