ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষাব্রতী নিত্যানন্দ জয়ধরের স্মৃতিচারণ ও প্রার্থনা সভা অনুষ্ঠিত

Link Copied!

আগৈলঝাড়া উপজেলার বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যানন্দ জয়ধরের অকাল প্রয়াণের দশম দিবসে বিদ্যালয় মাঠে পলাশ অধিকারীর সভাপতিত্বে বিদ্যালয় পরিচালনা পর্ষদ, আগৈলঝাড়া উপজেলা শিক্ষা পরিবার ও এলাকাবাসীর আয়োজনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, স্মৃতিচারণ ও প্রার্থনাসভা অনুষ্ঠিত হয়েছে।

সরকারি শেখ হাসিনা উইমেন্স কলেজের প্রভাষক দিনেশ চন্দ্র জয়ধরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতেই পবিত্র ধর্মগ্রন্থ পাঠ, প্রয়াত নিত্যানন্দ জয়ধরের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও এক মিনিট নিরবতা পালন করা হয়।

সদালাপী, বিনয়ী ও শিক্ষাব্রতী নিত্যানন্দ জয়ধরের অকাল প্রয়াণে আয়োজিত শোকসভায় বক্তব্য রাখেন রাজিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ইলিয়াস হোসেন তালুকদার, আগৈলঝাড়া উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জনাব আব্দুল মন্নান মিয়া, বীরমুক্তিযোদ্ধা সুনীল চন্দ্র বৈদ্য, বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্য রঞ্জন বাড়ৈ, শশিকর শহিদ স্মৃতি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক বিপ্লব ঘটক, রাজিহার ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি জগদীশ চন্দ্র ভক্ত,বাকাই নিরঞ্জন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পার্থসারথি হালদার, ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শ্যামলকৃষ্ণ জয়ধর, দক্ষিণ বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসনা রাণী হালদার, ভালুকশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ কুমার রায়, আমবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবনী কুমার বৈদ্য, পশ্চিম গোয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজন চন্দ্র হালদার, বাশাইল হাইসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এসএম জাকির হোসেন, শিক্ষক সুধীর রঞ্জন মন্ডল, দুলাল চন্দ্র রায় প্রমুখ।

অনুষ্ঠানে আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষক, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। উল্লেখ্য প্রয়াত নিত্যানন্দ জয়ধরে দুই জন কন্যা শিশু রয়েছে। প্রথম কন্যা ইন্দ্রা জয়ধর নবম শ্রেণিতে বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী, দ্বিতীয় কন্যা তৃষা জয়ধর পঞ্চম শ্রেণিতে সাধারণ বৃত্তি লাভ করে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত। পরিশেষে দিনেশ চন্দ্র জয়ধরের পরিচালনায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়।

http://www.anandalokfoundation.com/