স্টাফ রিপোর্টারঃ রাজধানীর শাঁখারীবাজারে ৫৭টি বিলুপ্ত প্রায় কচ্ছপ জব্দ করেছে র্যাব-১০। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে সাজাও প্রদান করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার র্যাবের ভ্রাম্যমাণ আদালত ভোর সাড়ে ৬টার দিকে অভিযান পরিচালনা করে এসব কচ্ছপ জব্দ করে।বিষয়টি নিশ্চিত করে র্যাব-১০ এর অপারেশন কর্মকর্তা এএসপি নাজমুল হাসান জানান, শাঁখারীবাজারে প্রতিদিন সকালেই কচ্ছপের হাট বসে। যারা কচ্ছপ কিনতে আসেন তারা মূলত বাসার উদ্দেশ্যই কিনে থাকেন। তবে তাদের অনেকেই পরে থাইল্যান্ড ও হংকংয়ে পাচারও করেন এসব কচ্ছপ। তিনি আরো জানান, আটককৃত তিনজনের মধ্যে দুইজনকে নয় মাসের ও একজনকে তিন মাসের সাজা প্রদান করা হয়েছে। তবে তাদের নাম তিনি জানাতে পারেননি।