শরীয়তপুর প্রতিনিধি ॥ শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা উমেদ আলী গোমস্তা কান্দি গ্রামের নুরুল আমিন সেক যৌতুকের দাবীতে অন্তÍঃসত্ত্বা স্ত্রী কে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে হত্যা করে পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে গত ৪ দিনে শরীয়তপুরে ৩ গৃহবধূ যৌতুকের বলি হয়েছে। এ সকল ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করলে ও পৃথক দুইটি ঘটনায় দুইজন ঘাতক স্বামী পলাতক রয়েছে। এ ব্যাপারে থানায় ২টি মামলা হয়েছে। আরো একটি মামলার প্রক্রিয়া চলছে।
জাজিরা নাওডোবা উমেদ আলী গোমস্তা কান্দি গ্রামের নিহত রেশমা বেগমের ভাই ইয়ার হোসেন হাওলাদার জানান, মাত্র ১১ মাস পূর্বে জাজিরা উপজেলার উমেদ আলী গোমস্তা কান্দি গ্রামের আবুল হাসেম সেক এর পূত্র নুরুল আমিন সেক এর সঙ্গে মাদারীপুর জেলার শিবচর ইউসুফ ঢালি কান্দি গ্রামের বাদশা হাওলাদারের কন্যা রেশমা বেগমের বিয়ে হয়। বিয়ের সময় মেয়ের সুখের কথা চিন্তা করে বাবা-মা নগদ ২ লাখ টাকা ও ২ ভরি স্বর্নালংকার যৌতুক দেয়। বিয়ের পর কিছুদিন সুখে শান্তিতে দিন কাটলে ও রেশমার নেশাগ্রস্থ স্বামী নুরুল আমিন নগদ টাকায় নেশা কিনে খরচ করে পুনরায় তার স্ত্রীকে টাকার জন্য চাপ দেয়। স্ত্রী টাকা দিতে সম্মতি না হওয়ায় মাঝে মধ্যে তাকে মারধর করতো। এ নিয়ে কয়েকবার স্থানীয় ভাবে দরবার শালিস হয়েছে। এরপরেও সে ক্ষ্যান্ত হয়নি। ঘটনার দিন রোববার রাতে নুরুল আমি রেশমাকে তার বাপের বাড়ি থেকে টাকার আনার জন্য চাপ দেয়। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। নেশাখোর স্বামী নুরুল আমিন তার ৭ মাসের অন্তÍঃসত্তা স্ত্রী রেশমাকে গলায় ওড়না পেচিয়ে হত্যা করে বিছানায় রেখে পালিয়ে যায়। সোমবার সকালে ঘুম থেকে জেগে ঘরের লোকজন রেশমার নিথর দেহ বিছানায় পড়ে থাকতে দেখে নুরুল আমিন কে খোজাখুজি করে। তার মোবাইল বন্ধ পায়। এরপর নুরুল আমিনের বাবা হাসেম সেক, ভাই নুরুল হক সেক বাড়ি থেকে পালিয়ে যায়। স্থানীয় লোকজন জানায় এরপূর্বে ও নুরুল আমিন আরো ২টি বিয়ে করেছে তাদের কে মারপিট করার কারনে তারা চলে গেছে। আশে পাশের লোকজন রেশমার বাবার বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন এসে জাজিরা থানা পুলিশকে অবহিত করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক নুরুল আমিনের মা লাইলী বেগমকে আটক করেছে।
এদিকে গত বুধবার গভীর রাতে শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের পূর্ব চরোসুন্দি গ্রামের আঃ রব সরদারের ছেলে ফরিদ সরদার মাদারীপুর জেলার কালকিনি উপজেলার সুর্যমনি গ্রামের জুলহাস ঘরামীর মেয়ে দুই সন্তানের জননী গৃহবধূ রেশমা আক্তার কে যৌতুকের দাবীতে হত্যা করে ঘরের পাশে ছোট একটি কাঠাল গাছের সঙ্গে রশি দিয়ে ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখে স্বামী, শ্বশুর শ্বাশুড়ী পালিয়ে গেছে । এ ঘটনায় ৭ জনকে আসামী করে পালং মডেল থানায় মামলা হয়েছে। একই দিন রাতে নড়িয়ায় উপজেলার শিরঙ্গল গ্রামের একাব্বর ছৈয়ালের ছেলে মিলন ছৈয়াল তার স্ত্রী মোক্তারেরচর ইউনিয়নের নয়ন মাদবর কান্দি গ্রামের তোতা মিয়া সরদারের মেয়ে সুলতানা আক্তার নামের গৃহবধূকে যৌতুকের জন্য হত্যা করে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাসিঁ দিয়ে ঝুলিয়ে রাখে। স্থানীয় লোকজন ঘাতক স্বামী মিলন ছৈয়াল, শশুড় একাব্বর ছৈয়াল ও শাশুড়ী ছালমা বেগমকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় নিহতের ভাই এমদাদ সরদার বাদী হয়ে ৪ জনকে আসামী করে নড়িয়া থানায় একটি মামলা দায়ের করে।
নিহত রেশমা বেগমের বাবা বাদশা হাওলাদার বলেন,আমার অন্তÍঃসত্তা মেয়েকে যৌতুকের জন্য হত্যা করে নেশাখোর স্বামী ,শ্বশুড় ও তার পরিবারের লোকজন পালিয়েছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।