সৈকত দত্ত, শরীয়তপুর থেকে :
শরীয়তপুরের বিনোদপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের ৮ জন জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থীদের পিটিয়ে আহত ঘটনা ঘটে গত বৃহস্পতিবার দুপুরে। ঘটনার দিনই বিদ্যালয়ের প্রধান শিক পালং মডেল থানায় বখাটে শামীমসহ তার সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করে।
বখাটে শামীম ও তার সহযোগীরা গ্রেফতার না হওয়ায় ফুসে উঠেছে বিনোদপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক, অভিবাবক ও শিার্থীরা। শনিবার সকালে বখাটেদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবীতে শরীয়তপুর-বিনোদপুর সড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেছে অভিবাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা।
এসময় উপস্থিত ছিলেন বিনোদপুর পাবলিক উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সরদার এ কেএম নাসির উদ্দিন কালু, মামলার বাদী ও প্রধান শিক মোঃ বাবুল মিয়া, শিক সমিতি ফরিদপুর অঞ্চলের সভাপতি মোঃ হারুন-অর-রশিদ, এ্যাডভোকেট মৃধা নজরুল কবির, এ্যাডভোকেট মোঃ রুহুল আমিন, বিদ্যালয় অভিবাবক সদস্য আব্দুল হাই, সদর উপজেলা শিক সমিতি সহ-সভাপতি ও বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক সম্ভুনাথ পোদ্দারসহ অভিবাবক ও শিার্থীবৃন্দ।
মানববন্ধন থেকে বক্তারা বলেন, গত বৃহস্পতিবার দুপুরে আমাদের কয়েকজন জেএসসি শিক্ষার্থীদের উপর বখাটে শামীম ও তার সহযোগীরা হামলা করে। ঘটনাস্থলেই শিক্ষার্থীরা গুরুত্ব আহত হয়। বর্তমানে তারা শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঐ দিনই পালং মডেল থানায় মামলা দায়ের করে। কিন্তু দুঃখ জনক হলেও সত্যি আজও কোন আসামী গ্রেফতার না হওয়ায় আমরা বখাটেদের বিচার নিয়ে সঙ্কায় আমি। তাহলে কি বখাটেদের কোন বিচার হবে না? আমরা প্রশাসনের কাছে জোর দাবী জানাচ্ছি যত দ্রুত সম্ভব বখাটেদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।
উল্লেখ্য, প্রেমের প্রস্তাব প্রত্যাান করায় এ মারধর করা হয় শিক্ষার্থীদের। আহত শিক্ষার্থীরা সদর উপজেলার বিনোদপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীার্থী। গত বৃহস্পতিবার জেএসসি শারীরিক পরীক্ষা শেষে আংগারিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে পরীক্ষা শেষে বাড়ি যাওয়ার পথে বখাটেরা এ হামলা চালায়। বর্তমানে শিক্ষার্থীরা শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধী।