14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

শরীয়তপুরে দুর্নীতি বিরোধী মানববন্ধন

admin
March 10, 2017 1:48 pm
Link Copied!

শরীয়তপুর প্রতিনিধি ॥ শরীয়তপুরে দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত শরীয়তপুর-মাওয়া মহাসড়কে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

‘দুর্নীতি করবো না, দুর্নীতি মানবো না, দুর্নীতি সইবো না’ এই শ্লোগানকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এতে সহযোগীতা করে শরীয়তপুর জেলা প্রশাসন।

মানববন্ধন কর্মসূচীতে অংশ গ্রহন করে পালং তুলাসার গুরুদাস সরকারী উচ্চ বিদ্যালয়, শরীয়তপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, আংগারিয়া উচ্চ বিদ্যালয়, শরীয়তপুর ইসলামিয়া মহিলা মাদরাসা, আংগারিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, পালং উচ্চ বিদ্যালয়, আটং মাধ্যমিক বিদ্যালয়, কালেক্টররেট পাবলিক উচ্চ বিদ্যালয় ও শরীয়তপুর ইসলামিয়া কামিল মাদরাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।

মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হোসাইন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গির হোসেন, দুর্নীতি দমন কমিশন ফরিদপুর অঞ্চলের সহকারী পরিচালক আবু সাঈদ, উপ-সহকারী পরিচালক মোঃ আবুল বাশার, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ সিরাজুল হক, সাধারণ সম্পাদক বিল্লাল খান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান শাহারিয়ার, জাতীয় মহিলা সংস্থা চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য এ্যাড. রওশন আরা, এসডিএস’র নির্বাহী পরিচালক মজিবর রহমান, পালং তুলাসার গুরুদাস সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহীদুল্লাহ, শরীয়তপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুচিত্রা রাণী, আংগারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার কামাল প্রমূখ।

http://www.anandalokfoundation.com/