শরীয়তপুর প্রতিনিধি ॥ শরীয়তপুরে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসক কার্যালয় এসে মিলিত হয়।
র্যালী শেষে জেলা প্রশাসক হল রুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হোসাইন খান। উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন পিপিএম, শরীয়তপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহাবুবা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জিল্লুর রহমান খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রিফাতুল ইসলাম, আরডিসি ইমরান শাহারিয়ার, এনডিসি মোঃ কামরুল হাসান সোহেল, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বেলাল হোসেন সহ সরকারী বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।