ঢাকা

লুটপাটের কারণে বিদেশী বিনিয়োগ কমেছে

admin
June 26, 2016 9:44 pm
Link Copied!

বিশেষ প্রতিনিধিঃ  ব্যাংকিং খাতে লুটপাটের কারণে বিদেশী বিনয়োগ কমে গেছে। এ থেকে বেরিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এসব কথা বলেন।

রবিবার সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে আজ তিনি একথা বলেন।

বাজেট আলোচনায় আরো অংশ নেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, সাবেক খাদ্য মন্ত্রী আব্দুর রাজ্জাক, শেখ ফজলে নূর তাপস, বি এম মোজাম্মেল হক, মো: গোরাম রব্বানী, সাইমুম সরওয়ার কামল, মুহা: ইমাজ উদ্দিন প্রাং মৃনাল কা›িত দাস, নুরুজ্জামান আহমেদ, বেগম মুন্নুজান সুফিয়ান, মোহাম্মদ শাহাবুদ্দিন, মো; নূরুল ইসলাম ওমর, স্বপন ভট্টাচার্য্য, আনোয়ারুল আবেদীন খান।

পানি সম্পদ মন্ত্রী বলেন, সামাজিক উন্নয়ন সূচকে বাংলাদেশ ভারতের চেয়ে এগিয়ে আছে। আমাদের সামাজিক সূচক, জিডিবি, অর্থনীতি সব ক্ষেত্রে লক্ষ্য করলে আমরা বুঝতে পারব দেশ কতটা এগিয়েছে। পাশ্ববর্তী দেশ ভারতে এখন কৃষক আত্মহত্যা করে কিন্তু আমাদের দেশে কেউ না খেয়ে নেই। কৃষক আত্মহত্যা করেনা। তিনি বলেন, আমরা সংবিধান রক্ষা করতে ২০১৪ সালের নির্বাচন করেছিলাম। এ নির্বাচন বাংলাদেশের জন্য মাইল ফলক হয়ে থাকবে। আগে মানুষ মনে করত কোন দল অংশগ্রহন না করলে নির্বাচন গ্রহনযোগ্য হবে না, এটা ছিল ভুল। কারণ দেশের সংবিধান কারো জন্য অপেক্ষা করে না। অনেকে মনে করেছিল এ নির্বাচন অনেকে মেনে নেবে না। জনগণ সরকারের প্রতি আস্থা রেখেছে। নির্বাচন গ্রহনযোগ্য হয়েছে। সবাই মেনে নিয়েছে।

নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, খালেদা জিয়া এই যুগের ঘষেটি বেগম। জামায়াতে ইসলামী, মুসলিম লীগ-নেজামে ইসলামের খুনী, ১৯৭২ সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাত ছাত্রকে গুলি করে হত্যায় নেতৃত্বদানরকারী শফিউল আলম প্রধান ও ১৯৭৫’র খুনীরা আজ একত্রিত হয়েছে। আর তাদের নেত্রী হয়েছে খালেদা জিয়া। সুতরাং খালেদা জিয়া এই যুগের ঘষেটি বেগম।

তিনি বলেন, জঙ্গীবাদ,সন্ত্রাসবাদ আজ বিশ্বের কাছে এক চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায়ে যেখানে বিশ্বের বিভিন্ন দেশ আজ হিমশিম খাচ্ছে, সেখানে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে সম্পৃক্ত করে প্রশাসনের কঠোর মনোভাব এবং সরকারের জিরো টলারেন্সের মাধ্যমে জঙ্গীবাদ দমনে কাজ করে চলেছে তা বিশ্বের কাছে সমাদৃত হয়েছে।

খালেদা জিয়ার সমালোচনা করে আ ক ম মোজাম্মেল হক বলেন, নির্বাচনের পর গুপ্তহত্যা,সন্ত্রাস করেও সরকারকে ক্ষমতা থেকে নামানোর চেষ্টা করে ব্যার্থ হয়েছে খালেদা জিয়া। পরে বিদেশীদের হত্যা করে সরকারকে আন্তর্জাতিকভাবে চাপে ফেলার চেস্টা করা হয়েছে। তাও পারেনি। এখন তারা বলছে নির্বাচন দিলে নাকি গুপ্তহত্যা বন্ধ হবে। যদি হত্যাকারীদের সাথে তাদের আতাত না থাকে তাহলে একথা তারা কিভাবে বলছে। খালেদা জিয়া ১৯ বার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছিলেন।

http://www.anandalokfoundation.com/