পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, উচ্চ মধ্যম ও সমৃদ্ধিশালী দেশের লক্ষ্যে পৌঁছাতে নারীদেরকে সাথে নিয়েই কাজ করতে হবে ।
আজ ১৯ ডিসেম্বর প্রতিমন্ত্রী বরিশাল নগরীর হোটেল গ্রান্ড পার্কে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক বিভাগীয় সংলাপ ও তৃণমূল পর্যায়ে অপরাজিতাদের সাথে সংসদ সদস্যবৃন্দদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের রাজনৈতিক ক্ষমতায়নের জন্য কাজ করে যাচ্ছেন। নারীদের অগ্রগতির তুলনা করে তিনি আরো বলেন, দশ বছর আগেও নারীরা পিছিয়েছিলেন, কিন্তু এখন সেই অবস্থা নেই। প্রধানমন্ত্রী বিভিন্ন কর্মক্ষেত্রের মাধ্যমে নারীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করে নিচ্ছেন, যাতে ৩৩ শতাংশ এর নির্ধারিত কোটাগুলো পূরণ সম্ভব হয়। তিনি বলেন, সার্বিক উন্নয়নে ছোট-খাটো বিষয় নিয়ে চিন্তা করলে হবে না। পুরুষদের সাথে নারীদেরও একইতালে কাজ করে যেতে হবে।
বরিশালের বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোঃ শাহে আলম, অধ্যাপিকা শাহ্ শাজেদা, বাংলাদেশ মহিলা পরিষদ বরিশালের সভাপতি রাবেয়া খাতুন প্রমুখ।