লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ লক্ষ্মীপুরের রায়পুরে মাইক্রোবাস ভর্তি ৮০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে পুলিশ।
আজ সোমবার ভোরে উপজেলার চরবংশী ইউনিয়নের পুরাতন বেঁড়ীর নদীরঘাট এলাকা থেকে নিষিদ্ধ এ কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় মাইক্রোবাস চালক রাসেলকে আটক করা হয়। আটককৃত রাসেল মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী এলাকার ইউছুফ গাজীর ছেলে বলে জানিয়েছে পুলিশ।
হাজীমারা পুলিশ ফাঁড়ীর ইনচার্জ মোঃ ইয়াহিয়া জানান গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ওই এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ এ কারেন্ট জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য ১৬ লাখ টাকা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।