13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ

admin
September 3, 2016 3:10 pm
Link Copied!

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার নিজ নিজ বিদ্যালয় মিলনায়তনে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সামনের সড়কে এসব সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সরকারের শিক্ষা মন্ত্রণালয় জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে এসব কর্মসূচি পালনের নির্দেশ দেয়।

সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অধ্যক্ষ হেলাল উদ্দিন আহমেদ খানের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলেজ গভর্ণিং বডির সভাপতি ও জেলা আ.লীগের সাবেক সভাপতি আলহাজ্ব এম আলাউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ সরকার মোঃ জোবায়েদ আলী, জেলা জাতীয়পার্টির সহ-সভাপতি সামছুদ্দিন পাটোয়ারী, হাজিরপাড়া উপ স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক শহীদ উল্যাহ স্বপন, কলেজ গভর্ণিং বডির সদস্য বাবুল হোসেন, কলেজ জামে মসজিদের খতিব হাফেজ মাওঃ আলতাফ হোসেন। এ ছাড়াও বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক আনসার উদ্দিন, কলেজ ছাত্রলীগের সভাপতি রায়হান ভূঁইয়া, সাধারণ সম্পাদক ওমর ফারুক আরজু, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান প্রমুখ।

বেলা ১১টায় প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং সভাপতি আলহাজ্ব এম আলাউদ্দিন। এ ছাড়াও বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য কাজী মোস্তফা কাজল ও কামাল হোসেন প্রমুখ।

বেলা সাড়ে ১১টায় আমানীলক্ষ্মীপুর বেগম হামিদা উচ্চ বিদ্যালয়ে জঙ্গিবাদ-সন্ত্রাস ও মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল কামাল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আ.লীগের শ্রমবিষয়ক সম্পাদক ও চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আমার সংবাদের জেলা প্রতিনিধি আলী হোসেন, বিজয় টিভি দৈনিক নতুনদিন ও দি নিউজ এর জেলা প্রতিনিধি সোহেল মাহমুদ মিলন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মুক্তিযোদ্ধা জালাল আহম্মদ প্রমুখ।

একই সময় চন্দ্রগঞ্জস্থ আত্তামরীণ মডেল স্কুল এন্ড মাদ্রাসার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিদ্যালয় সংলগ্ন আফজল রোডে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষার্থীরা ছাড়াও আরো উপস্থিত ছিলেন, আত্তামরীণ মডেল স্কুল এন্ড মাদ্রাসার চেয়ারম্যান আ.ই.ম মাওঃ আব্দুর রশিদ, প্রিন্সিপাল মাওঃ আব্দুল মোনায়েম, ভাইস প্রিন্সিপাল মাওঃ মোঃ ইব্রাহীমসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

এ ছাড়াও জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন, সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

http://www.anandalokfoundation.com/