তানভীর আহমেদ রিমন, লক্ষ্মীপুর প্রতিনিধি : ঘূর্ণিঝড় আমফানের প্রভাবে মেঘনার উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে ১০ নম্বর মহা বিপদ সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
ঘূর্ণীঝড়কালীন ও পরবর্তী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে লক্ষ্মীপুরে ৬৬ টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এছাড়াও স্বাস্থ্য বিভাগের সকল ছুটি বাতিল করা হয়।সরকারি বেসরকারি হাসপাতালগুলোর জরুরি বিভাগ সার্বক্ষণিক চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি বেসরকারি অ্যাম্বুলেন্স যেন জরুরি প্রয়োজনে কোথাও না যায় সেই নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলার সিভিল সার্জন আবদুল গফ্ফার।
অন্যদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আম্পান থেকে সৃষ্ট সংকট এড়াতে জেলার ২০০ টি আশ্রয়ন কেন্দ্র প্রস্তুত রয়েছে। এরমধ্যে ৮২টি খুলে দেওয়া হয়েছে। তবে নদীর তীরবর্তী এলাকার মানুষ আশ্রয়ন কেন্দ্রে যেতে ইচ্ছুক নয়। দেখাচ্ছেন নানা অযুহাত।
ঘূর্ণীঝড়কালীন ও পরবর্তী সকল প্রকার সেবার জন্য ০১৭৩৫০০৩৫০০ ও ০১৮১৯৫২৪৮০২ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।