13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরে কোস্টগার্ডের বিরুদ্ধে ৯ লাখ টাকার মাছ লুটের অভিযোগ

admin
November 12, 2016 10:37 pm
Link Copied!

সোহেল মাহমুদ মিলন, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে কোস্টগার্ড সদস্যদের বিরুদ্ধে স্থানীয় ৮ মৎস্য ব্যবসায়ীদেরকে মারধর করে প্রায় ৯ লাখ টাকা মুল্যের মাছ লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ  পাওয়া গেছে। শনিবার দুপুরে লক্ষ্মীপুর প্রেসকাবে ভুক্তভোগী মৎস্য ব্যবসায়ীরা সংবাদ সম্মেলনের আয়োজন করে এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রবি। তিনি অভিযোগ করেন, শুক্রবার রাত সাড়ে ৭ টার দিকে কমলনগরের মতিরহাট মাছ ঘাট থেকে ৮ জন মৎস্য ব্যবসায়ী ইলিশ সহ বিভিন্ন প্রজাতির প্রায় ৯ লাখ টাকার মাছ নিয়ে আসছিলেন। এসময় তারা সদর উপজেলার মজু চৌধুরীর হাট এলাকায় পৌঁছালে স্থানীয় কোস্টগার্ড সদস্যরা ওই ব্যাবসায়ীদের মারধর করে মাছ গুলো আটক করে নিয়ে যায়। পরে বড় ইলিশসহ অন্যান্য মাছ গুলো সরিয়ে ফেলে ছোট মাছ গুলো মৎস্য বিভাগের লোকজনের কাছে হস্থান্তর করে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সমিতির সহ-সভাপতি মনির হোসেন, নির্বাহী কমিটির সদস্য আবুল কাশেম, ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুর রব, মোহাম্মদ ইউছুপ, আব্দুল মন্নান, মো. গফুর, মিতাল হোসেন, আবুল কাশেম ও আব্দুল কাদের।

 

http://www.anandalokfoundation.com/