ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গা অত্যাচার সমর্থন করেন শান্তি পুরস্কারপ্রাপ্ত সু’চি

admin
September 4, 2017 1:41 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, আমরা রোহিঙ্গা নিয়ে চিন্তিত, কিছুটা ক্ষুব্ধ। এ ব্যাপারে আমরা বিশ্ব জনমত সৃষ্টি করছি। এটা এমন একটা বিষয় যেখানে আন্তর্জাতিক হস্তক্ষেপ জরুরি হয়ে দাঁড়িয়েছে। আমরা মিয়ানমারের সঙ্গে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করছি। তাদের অত্যাচারী মনোভাব অনেক দিন ধরে চলছে। তবে অত্যন্ত দুঃখের বিষয় যেখানে শান্তির জন্য পুরস্কারপ্রাপ্ত অং সান সু’চিও এটাকে সমর্থন করে যাচ্ছেন- যা অত্যন্ত ঘৃণিত।

ঈদুল আজহার ছুটি শেষে সোমবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধানে আমরা আন্তর্জাতিক সহযোগিতা চাইছি। আবার মিয়ানমারের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করছি।

নির্বাচন নিয়ে অর্থমন্ত্রী বলেন, আশা করছি আগামী বছরের অক্টোবরের মাঝামাঝি সময়ে একাদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটার তালিকা হালনাগাদ এবং কিছু এলাকার সীমানা পুনঃনির্ধারণ ছাড়া নির্বাচন কমিশনের সামনে আর তেমন কোনো কাজ নেই। এ কারণে মনে হচ্ছে জাতীয় নির্বাচন খুব কাছেই।

মুহিত বলেন, মির্জা ফখরুল বলেছিলেন- ‘আগামী নির্বাচনে সরকারকে কোনো ছাড় দেয়া হবে না।’ আমরা কী তাদের কাছে কোনো ছাড় চেয়েছিলাম? না তারা আমাদের কোনো ছাড় দিয়েছিলেন? বরং নির্বাচনে আনার জন্য আমরা তাদের অনেক ছাড় দিয়েছিলাম, তারা তা গ্রহণ করেননি। আশা করছি, তাদের শুভ বুদ্ধির উদয় হবে।

http://www.anandalokfoundation.com/