ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গারা বাংলাদেশের বোঝা

admin
September 4, 2017 1:47 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ  রোহিঙ্গা সামলাতে সরকারকে হিমশিম খেতে হচ্ছে। মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বোঝাস্বরূপ বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময়ে এসব কথা বলেন কৃষিমন্ত্রী। এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী ও দেশের মানুষকে ঈদের শুভেচ্ছা জানান তিনি।

মতিয়া চৌধুরী বলেন, ‘আগে থেকেই কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে রয়েছে। এখনো আসছে। এদের সামলাতে আমাদের হিমশিম খেতে হচ্ছে।’

রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে নজর দিতে হবে বলে মনে করেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা ছাড়া রোহিঙ্গাদের এই সমস্যার সমাধান হবে না। আমরা এই সমস্যা সমাধানে সকলের সহযোগিতা চাই।’

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আজ দুপুর পর্যন্ত কক্সবাজারের টেকনাফ ও শাহপরীর দ্বীপের বিভিন্ন পয়েন্ট দিয়ে একসঙ্গে দুই হাজার ৩০০ রোহিঙ্গা মুসলিমকে ফেরত পাঠিয়েছে বাংলাদেশের কোস্টগার্ড। প্রতিদিনই এভাবে রোহিঙ্গাদের পুশব্যাক করা হলেও সীমান্তরক্ষী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে হাজারো রোহিঙ্গা ঢুকে পড়ছে বাংলাদেশে।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, রাখাইন রাজ্যে নতুন করে সহিংসতা শুরুর পর প্রতিদিন শত শত রোহিঙ্গা মুসলিম মিয়ানমার ছেড়ে বাংলাদেশে প্রবেশ করছে। গত এক সপ্তাহে প্রায় পৌনে এক লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। বিপদসংকুল নদী ও সমুদ্রপথে পাড়ি দিতে গিয়ে এ পর্যন্ত প্রায় অর্ধশত মানুষের মৃত্যু হয়েছে।

http://www.anandalokfoundation.com/