ঢাকা
শিরোনাম

নড়াইলে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২

নবীগঞ্জে ডাকাত সর্দার ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি হালিম পুলিশের খাঁচায় 

পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির দায়ে সরঞ্জামসহ নাটোরের নলডাঙ্গা উপজেলায় ৪ জনকে গ্রেফতার করেছে র‍্যাব

নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ক্লাস রুমের ভিতর ছুরির আঘাতে জখম হয়েছে এক শিক্ষার্থী

বীরশ্রেষ্ট মুন্সী আব্দুর রউফ ডিগ্রী কলেজ প্রতিষ্ঠাতা সদস্য রমেন্দ্রনাথ মল্লিক আর নেই

যশোরের শার্শায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জম্মদিন পালিত হয়েছে

দেশরক্ষা ও ফেতনাসৃষ্টিকারীদের রুখে দাঁড়ানো ইমানি দায়িত্ব -তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক সমর্থন দরকার: অর্থমন্ত্রী

admin
July 1, 2018 6:37 pm
Link Copied!

বাংলাদেশের জন্য এই ‘কঠিন সময়ে’ জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও বিশ্বব্যাংকের প্রধান জিম ইয়ং কিমের সফরকে ধন্যবাদ জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি বলেছেন, এটা আসলেই কঠিন। কারণ বাংলাদেশের মানুষেরও এক সময় অন্য দেশে ‘শরণার্থী’ হওয়ার সুযোগ হয়েছিল; যেটা আমরা কখনও ভুলবো না। এখন আমরা মুক্ত হস্তে শরণার্থীদের আশ্রয় দিয়েছি।

আজ রোববার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক করেন জিম ইয়ং কিম। বৈঠকে তিনি এ কথা বলেন।

রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে দুই সংস্থার প্রধান দুই দিনের সফরে গতকাল শনিবার ঢাকায় পৌঁছান।

অর্থমন্ত্রী বলেন, আমরা এখন চাই- সম্মানজনকভাবে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে। এজন্য দরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন।

সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে পালিয়ে আসা কয়েক লাখ রোহিঙ্গা কয়েক দশক ধরে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এরপর গতবছর আগস্টের শেষ দিকে রাখাইনে সেনাদের দমন-পীড়নে আরও প্রায় ৮ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে।

জাতিসংঘ মিয়ানমারের এ অভিযানকে ‘জাতিগত নিধন’ বলে আখ্যা দেয়। এশিয়ায় সাম্প্রতিক সময়ে এ ঘটনাকে সবচেয়ে বড় শরণার্থী সমস্যা হিসেবে দেখা হচ্ছে।

বৈঠকের সময় রোহিঙ্গা সংকটের সময় তাদের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ সরকার ও বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানান বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাতে মহাসচিব (জাতিসংঘ) ও আমি এখানে এসেছি। কারণ তারা এত বিপুল সংখ্যক শরণার্থীকে আশ্রয় দিয়েছেন। আর তারা এটা করেছেন খুবই মানবিক এবং শান্তিপূর্ণ উপায়ে।

বিশ্বব্যাংক প্রধান বলেন, আমরা বলতে চাই না- শরণার্থীদের আশ্রয় দিয়ে পরিস্থিতি জটিল হয়েছে। বাংলাদেশের মানুষকেও অন্য দেশে শরণার্থী হতে হয়েছিল। সেটা কখনও ভোলার নয়।

রোহিঙ্গাদের জন্য বিশ্বব্যাংক সম্প্রতি ৪৮ কোটি ডলার সহায়তার ঘোষণার কথাও বলেন আন্তর্জাতিক এ ঋণদাতা সংস্থার প্রেসিডেন্ট।

http://www.anandalokfoundation.com/