14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রোগীর সেবা ও গবেষণায় আরও বেশি মনোযোগী হওয়ার আহবান রাষ্ট্রপতির

ডেস্ক
September 3, 2023 7:08 pm
Link Copied!

রোগীর সেবা ও গবেষণায় আরও বেশি মনোযোগী হওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রোববার (৩ সেপ্টেম্বর) বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের কার্যক্রমে রাষ্ট্রপতি ও আচার্য মো. সাহাবুদ্দিন সন্তোষ প্রকাশ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কিডনি ট্রান্সপ্ল্যান্ট, লিভার ট্রান্সপ্ল্যান্ট আরও বাড়ানো ও ভবিষ্যতে রোবটিক সার্জারি চালুর বিষয়ে সার্বিক সহযোগিতা দেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।

বিএসএমএমইউ’র উপাচার্য রাষ্ট্রপতির কাছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ‘বার্ষিক প্রতিবেদন’ হস্তান্তর করেন। এ সময় উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবা, স্বাস্থ্যশিক্ষা ও স্বাস্থ্য গবেষণার অগ্রগতি তুলে ধরেন।

একই সঙ্গে রাষ্ট্রপতি দেশে প্রথমবারের মতো ঐতিহাসিক ক্যাডাভেরিক ট্রান্সপ্ল্যান্ট ও লিভার ট্রান্সপ্ল্যান্ট সফলভাবে সম্পন্ন হওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনকে অভিনন্দন জানান।

http://www.anandalokfoundation.com/