14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রুশ সেনাদের দখলকৃত সব অঞ্চল, মুক্ত করবে ইউক্রেন : জেলেনস্কি

Link Copied!

রুশ সেনারা সেভেরোদোনেৎস্কসহ ইউক্রেনের যেসব অঞ্চল দখল করেছে, সেই সব অঞ্চল মুক্ত করবে ইউক্রেন, জানান প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি।

শনিবার লুহানেস্কের সেভেরোদোনেৎস্ক শহরের পতন হয়। এর মাধ্যমে পুরো লুহানেস্ক এখন রাশিয়ার দখলে চলে এসেছে। সেভেরোদোনেৎস্ক হারানোর পরই রুশদের কাছে হারানো সব অঞ্চল পুনরায় ফিরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন জেলেনস্কি।

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের নিয়ন্ত্রণাধীন অঞ্চলে ৪৫টি মিসাইল এবং রকেট ছুঁড়েছে রাশিয়া। সাধারণ ইউক্রেনীয়দের মনোবল ভেঙে দিতে নিষ্ঠুর পন্থা অবলম্বন করছে রুশ সেনারা।

http://www.anandalokfoundation.com/