ইউক্রেনে রুশ আগ্রাসন পরিকল্পনা মাফিক চলছে না বলে জানিয়েছেন ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ। ন্যাটো সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে জেন্স স্টোলটেনবার্গ বলেন, রাশিয়া ‘কৌশলগত লক্ষ্যমাত্রা’ পূরণে ব্যর্থ হয়েছে।
তিনি আরও বলেন, তারা কিয়েভ দখল করতে ব্যর্থ হয়েছে। তারা খারকিভের চারপাশ থেকে পিছু হটছে, ডনবাসে তাদের বড় আক্রমণ থমকে গেছে।
এই সংঘাতে ইউক্রেন জিততে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।