মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আড়পাড়া ও ডুমাইন ইউনিয়নের মানুষের যৌথ উদ্যোগে গড়ে তোলা রুপাতলা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি।
জানা যায় এই সমিতির নির্বাচনের মেয়াদ শেষ হয়ে গেছে আরও কয়েক বছর আগে।সমিতির সদস্যদের মাধ্যমে আরও জানা যায় বর্তমান আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা সমিতির নির্বাচন বন্ধ করে রেখেছে বলে খবর পাওয়া যায়। বর্তমান সমিতির কোন নির্বাচন নাই। সমিতির নতুন করে কোন কার্যক্রম নাই । যা আছে তাও পূরানো কমিটি দ্বারা পরিচালিত হচ্ছে সমিতির কার্যক্রম। তবে বর্তমান রুপাতলা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি আর আগের মত নাই।
দিনদিন হারিয়ে যাচ্ছে সমিতির বিভিন্ন প্রকারের গাছপালা।তাছাড়া সদস্যদের মাধ্যমে আরও জানা যায় সমিতির কোন মিটিং, সদস্যদের সঞ্চয় কালেকশন,হিসাব-নিকাশ, সমিতিতে উন্নয়ন মূলক কাজ এবং কোনপ্রকার সদস্যদের মধ্যে কুশল বিনিময় নাই। তাছাড়া সমিতির একজন সদস্যের মাধ্যমে জানা যায় সমিতির মূল্যেবান গাছপালা বিক্রী করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বর্তমান আগের মত গাছপালা নাই।
তাই সমিতির সদস্যদের মধুখালী উপজেলা সমবায় অফিসারের ও ইউনিয়নের চেয়ারম্যানের নিকট দাবী অচিরেই সমিতির পূরানো কমিটি ভেঙ্গে নুতন করে একটি এ্যাডহক কমিটি গঠন কল্পে সমিতির নির্বাচনদেওয়া হোক।