রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সাথে আজ বঙ্গভবনে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খানের নেতৃত্বে সমিতির প্রতিনিধিদল সাক্ষাৎ করে।
সাক্ষাৎকালে সভাপতি এ কে আজাদ বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। সভাপতি বলেন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি বিশ্বের বৃহত্তম হেলথ নেটওয়ার্ক। বেসরকারি খাত থেকে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার পাশাপাশি দক্ষ জনবল গড়ে তুলতে প্রতিষ্ঠানটি কাজ করছে। বর্তমানে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয় যা এই ডায়াবেটিক সমিতির প্রস্তাবের প্রেক্ষিতে এবং সরকারের সহযোগিতায় জাতিসংঘ কর্তৃক প্রতিবছর ১৪ নভেম্বর পালিত হচ্ছে।
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি দেশব্যাপী ডায়াবেটিস রোগের চিকিৎসায় প্রশংসনীয় কাজ করছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য ডায়াবেটিক সমিতি স্বল্পমূল্যে চিকিৎসা দিচ্ছে। তিনি ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে জনসচেতনতার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, এই রোগের প্রতিকার ও চিকিৎসার বিষয়ে তৃনমূল পর্যায়ে সচেতনতা সৃষ্টিতে ধনী-গরিব দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে। রাষ্ট্রপতি বলেন, সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার ক্ষেত্রে ব্যাপক উন্নতি হলেও সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকারের পাশাপাশি সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।
পরে, রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান।
সাক্ষাৎকালে নতুন রাষ্ট্রদূত দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেন। বাংলাদেশ ও লেবাননের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনাকে কাজে লাগানোর নির্দেশ দেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।