রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে তাদের সৌজন্য সাক্ষাতের সময় নির্ধারিত রয়েছে।
রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
একাদশ জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ ও ফল ঘোষণার পর এটাই তাদের প্রথম সাক্ষাত। এর আগে, বেলা সোয়া ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে শেখ নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথবাক্য পাঠ করেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (৩০ ডিসেম্বর) আওয়ামী লীগ নৌকা প্রতীকে ২৫৭টি, জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে ২২, বিএনপি ৫, গণফোরাম ২, বিকল্পধারা বাংলাদেশ ২, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ২, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ৩, তরিকত ফেডারেশন ১টি, জাতীয় পার্টি (জেপি) ১ এবং স্বতন্ত্র প্রার্থী ৩টি আসনে জয় লাভ করেছে।