বিশেষ প্রতিবেদকঃ মহান্য রাষ্ট্রপতি এডভোকেট আব্দুল হামিদ দশম জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনে জাতীয় সংসদে গৃহীত ছয়টি বিলে সম্মতি জ্ঞাপন করেছেন।
আজ বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতির সম্মতি দেয়া ছয়টি বিল হচ্ছে, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট (সংশোধন) বিল ২০১৬, সুপ্রিম কোর্টের বিচারপতিদের (ছুটি, পেনশন ও সুবিধাদি) সংশোধন বিল ২০১৬, রাষ্ট্রপতির অবসরভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা বিল ২০১৬, বৈদেশিক অনুদান (সেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন বিল ২০১৬, জেলা পরিষদ (সংশোধন) বিল ২০১৬ এবং পার্বত্য চট্টগ্রাম ভূমি–বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) বিল ২০১৬।