13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা বিনিময়

admin
July 7, 2016 10:02 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ  বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।

বঙ্গভবনে মন্ত্রী, সংসদ সদস্য, কুটনীতিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করে রাষ্ট্রপতি ক্ষুধা, দারিদ্র ও শোষণমুক্ত সমাজ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

রাষ্ট্রপতির সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে আসেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। প্রথমে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিক ও উন্নয়ন সহযোগি দেশের প্রতিনিধিদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।

প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, নির্বাচন কমিশনার, তিন বাহিনীর প্রধান, স্বায়ত্তশাষিত প্রতিষ্ঠানের প্রধান, সামরিক-বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি।

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।

বঙ্গভবনে রীতি অনুয়ায়ী প্রতিবারের মতোই অতিথিদের আপ্যায়িত করা হয়।

http://www.anandalokfoundation.com/