ফেসবুককে নিষিদ্ধ কনটেন্ট মুছে ফেলতে বলা হয়েছিলো কিন্তু মেটা মালিকানাধিন ফেসবুক তা করতে ব্যর্থ হওয়ার ফলে জরিমানা গুনতে হয়েছে।
জরিমানার পরিমান প্রায় ১৭ মিলিয়ন রুবলস (২ লাখ ২৯ হাজার ৬৪৩ ডলার) । আগামী সপ্তাহেই ফেসবুকের মূল কোম্পানি মেটা এবং গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট আদালতের মুখোমুখি হবে।
ধারাবাহিকভাবে রাশিয়ার নিষিদ্ধ কনটেন্ট মুছে ফেলতে ব্যর্থ হওয়ায় উভয় কোম্পানিকে দেশটির তাদের বার্ষিক আয়ের একটি অংশ জরিমানা করা হতে পারে।
জরিমানা পরিশোধ করায় রোববার নাগাদ বেইলিফ সার্ভিসের ডেটাবেজে সামাজিক যোগাযোগ মাধ্যমটির ওপর আর কোনো আইনি পদক্ষেপ পাওয়া যায়নি।
এছাড়াও জানা যায়, মেসেজিং অ্যাপ টেলিগ্রামকেও ১৫ মিলিয়ন রুবলস জরিমানা হিসাবে পরিশোধ করতে হবে।