রাশিয়া ২০২২ বিশ্বকাপ থেকে বহিষ্কৃত হয়েছে এবং দেশটি ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ সব আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে হামলার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) উয়েফার সঙ্গে এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে ফিফা। চলতি বছরের শেষের দিকে কাতার বিশ্বকাপের জন্য মার্চে বাছাইপর্বের প্লে-অফে খেলার কথা ছিল রাশিয়ার পুরুষদের দল।
এ ছাড়া নারী দল জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য কোয়ালিফাই করেছে।
এ ঘোষণা ইউরোপীয় প্রতিযোগিতায় সম্পৃক্ত রাশিয়ান ক্লাবগুলোকেও ক্ষতিগ্রস্ত করবে৷