ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রাম নবমীর দিনে আপনার জন্য কি পরামর্শ

ডেস্ক
March 30, 2023 9:00 am
Link Copied!

আজ রাম নবমীর দিনে একাধিক শুভযোগ তৈরি হচ্ছে। চন্দ্র মিথুন রাশিতে নিজের যাত্রা শেষ করে কর্কট রাশিতে প্রবেশ করবে। অন্যদিকে আজ পুনর্বসু নক্ষত্রের প্রভাব থাকবে। অন্য দিকে মীন রাশিতে বুধ উদিত হচ্ছে। এ ছাড়াও আজকের দিনে সর্বার্থসিদ্ধি, অমৃতসিদ্ধি, শশ, গজকেশরী ও হংস রাজযোগের প্রভাব থাকবে। জেনে নিন আজকের দিনে আপনার জন্য কি পরামর্শ ।

মেষ রাশিফল (Aries Horoscope)​: মেষ রাশির জাতকরা আজ দান-পুণ্যের কাজে ব্যয় করবেন। অন্যের সাহায্য করলে স্বস্তি পাবেন এই রাশির জাতকরা। জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল থাকতে পারে। তাই সতর্ক হন। কর্মক্ষেত্রে আপনার পক্ষে কোনও পরিবর্তন সম্ভব। এর ফলে আপনার সহকর্মীদের মেজাজ বিগড়ে যাবে। মা-বাবার আশীর্বাদ পাবেন। তাঁদের সাহায্যে জমি বা গাড়ি কিনতে পারেন। সন্তানের তরফে সুসংবাদ পাবেন এই রাশির জাতকরা।

এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ আজ ৬৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। বিষ্ণুকে বেসনের লাড্ডুর প্রসাদ নিবেদন করুন।

বৃষ রাশিফল (Taurus Horoscope)​: বৃষ রাশির জাতকরা পরিজনদের সঙ্গে সুখপূর্ণ সময় কাটাবেন। আজকের দিনটি ব্যস্ততায় কাটবে। তবে স্বাস্থ্যের যত্ন নিন। দুপুরের পর অফিস সংক্রান্ত কোনও সংবাদ পেতে পারেন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বাড়বে। প্রিয়জনের সঙ্গে লগ্নি সংক্রান্ত পরিকল্পনা তৈরি করতে পারেন। সন্ধ্যা নাগাদ কোনও শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আপনার আত্মসম্মান বাড়বে। দাম্পত্য জীবন সুখে কাটবে।

এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ ভাগ্য ৭৭ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে থাকবে। রামের পুজো করুন ও রামরক্ষা স্তোত্র পাঠ করুন।

মিথুন রাশিফল (Gemini Horoscope)​: মিথুন রাশির জাতকরা সকাল থেকে কাজের জন্য দৌড়ঝাপ করবেন। বাবার আশীর্বাদে সম্পত্তি লাভের ইচ্ছাপূরণ হবে। যার ফলে পরিবারে আনন্দের পরিবেশ থাকবে। ব্যবসায়িক ক্ষেত্রে ব্যস্ততা বাড়বে। তবে অনাবশ্যক ব্যয় এড়িয়ে যান। তা না-হলে ভবিষ্যতে আর্থিক পরিস্থিতির কারণে চিন্তায় পড়বেন। কোনও প্রিয় বা মহান ব্যক্তিকে দেখে মনোবল বৃদ্ধি পাবে।

এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ ভাগ্য ৬৯ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। আটার লেচিতে ছোলার ডাল, গুড় ও হলুদ মিশিয়ে গোরুকে খাওয়ান।

কর্কট রাশিফল (Cancer ​Horoscope)​: কর্কট রাশির জাতকরা তাড়াহুড়ো ও আবেগপ্রবণতায় কোনও সিদ্ধান্ত নেবেন না। তা না-হলে পরে অনুতাপ হতে পারে। ব্যবসার জন্য যে যাত্রা করবেন, তার দ্বারা লাভ অর্জন করা সম্ভব হবে। এর ফলে আপনাদের ধন লাভের যোগ তৈরি হবে। আপনার অর্থ কোষের পরিস্থিতি মজবুত হবে। ব্যবসায়িক পরিকল্পনার গতি বাড়বে। মান-সম্মান বৃদ্ধি পাবে। ধর্মীয় কাজে রুচি বাড়বে। ছাত্রছাত্রীদের শিক্ষায় আগত বাধা দূর হবে।

এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ আজ ৯১ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। রাম- নারায়ণের আরতি করুন।

সিংহ রাশিফল (Leo Horoscope)​: সিংহ রাশির জাতকদের আজকের অত্যন্ত লাভজনক। দীর্ঘদিন ধরে কোনও কাজ আটকে থাকলে তা পূর্ণ হতে পারে, এর ফলে আপনার মন ভারমুক্ত হবে। ধর্মীয় কাজে সন্তানের রুচি বাড়বেয ভাই-বোনের সহযোগিতা লাভ করবেন। স্বাস্থ্যের যত্ন নিন। হজমে ব্যাঘাত ঘটতে পারে, চোখের বিকার সম্ভব। সন্ধ্যা নাগাদ প্রিয় ব্যক্তিদের সঙ্গে দেখা হতে পারে। তাঁদের সঙ্গে হাসিঠাট্টায় সময় কাটবে। খাওয়া-দাওয়ার বিশেষ যত্ন নিন।

এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ ভাগ্য ৯৯ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। রাম, সীতা ও লক্ষ্মীকে হলুদ চন্দন লাগান ও পুজো করুন।

কন্যা রাশিফল (Virgo Horoscope)​: কন্যা রাশির ছাত্রছাত্রীদের আজ অধিক পরিশ্রম করতে হবে। তখনই সাফল্য লাভ করতে পারবেন আপনারা। দীর্ঘদিন ধরে চলতে থাকা পারিবারিক সমস্যার সমাধান হবে। কর্মক্ষেত্রে বিপরীত পরিস্থিতি উৎপন্ন হতে পারে। তবে নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন। তা না-হলে নিজের ক্ষতি করে ফেলবেন। পরিবারে শুভ অনুষ্ঠান হতে পারে। এ কারণে পরিবারের সদস্যরা অত্যন্ত ব্যস্ত থাকবেন। রাজকীয় সহযোগিতা লাভ করবেন। সন্ধ্যা নাগাদ হঠাৎই ধন লাভ হবে।

এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ আজ ৭৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গ দেবে। বিষ্ণু ও কলা গাছের পুজো করুন।

তুলা রাশিফল (Libra Horoscope)​: তুলা রাশির জাতকরা অত্যন্ত ব্যস্ত থাকবেন। প্রতিকূল আবহাওয়া আপনার স্বাস্থ্যকে প্রভাবিত করবে। তাই সতর্ক থাকুন। ছাত্ররা শিক্ষা ও প্রতিযোগিতার ক্ষেত্রে সফল হবেন। আমদানির নতুন নতুন পথ উন্মুক্ত হবে। রোজগারের খোঁজে থাকলে সাফল্য লাভ করতে পারবেন। কাজের সময় ব্যবসায়ীরা নিজের বাণী নিয়ন্ত্রণে রাখুন। তখনই সম্মান লাভ করতে পারবেন ও উন্নতি হবে। জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন। সন্ধ্যা নাগাদ কোনও যাত্রা করে থাকলে সুখকর অনুভূতি পাবেন, এর ফলে লাভ হবে।
এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ ভাগ্য ৭০ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। বাড়ির প্রবেশদ্বারে অল্প গুড় রেখে দিন ও প্রবেশদ্বারে স্বস্তিক আঁকুন।

বৃশ্চিক রাশিফল (Scorpio Horoscope)​: বৃশ্চিক রাশির জাতকদের বিপরীত পরিস্থিতির মুখোমুখি হতে হবে। তবে ধৈর্য ধরুন ও বাণীতে নিয়ন্ত্রণ রাখুন। আজ নিজের আটকে থাকা কাজ পূর্ণ করতে পারবেন। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। সন্তানের ভবিষ্যতের জন্য কোনও নতুন পরিকল্পনা তৈরি করবেন। সন্ধ্যা নাগাদ আত্মীয়দের সঙ্গে দেখা করবেন ও রাতে হইহুল্লোড়ে মেতে থাকবেন।

এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ আজ ৯৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। বৃহস্পতিবার উপবাস ও অসহায় ব্যক্তিদের সাহায্য করুন।

ধনু রাশিফল (Sagittarius Horoscope)​: ধনু রাশির জাতকদের আজকের দিনটি ঠিকঠাক থাকবে। আইনি মামলা সমাপ্ত হবে এবং আপনি জয়ী হবেন। পারিবারিক দ্রব্যে অর্থ ব্যয় হবে। তবে আর্থিক পরিস্থিতি মাথায় রেখে ব্যয় করুন। মায়ের সঙ্গে হঠাৎই কোনও আত্মীয়ের বাড়ি যেতে পারেন। আর্থিক লেনেদনের বিষয়ে চিন্তাভাবনা করে থাকলে সতর্ক হন। বিরোধী পরাজিত হবে।
এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ ভাগ্য আজ ৮৮ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। স্নানের জল এক চিমটে হলুদ মিশিয়ে স্নান করুন ।

মকর রাশিফল (Capricorn Horoscope)​: মকর রাশির জাতকরা ব্যবসায় যা পরিবর্তন করবেন, তার দ্বারা লাভান্বিত হবেন। রামের আশীর্বাদে আর্থিক জীবনে চলতে থাকা জটিলতা ও অবসাদ থেকে স্বস্তি পেতে পারেন। সন্ধ্যা নাগাদ মন্দিরে যেতে পারেন। তবে গাড়ি চালানোর সময়ে ও যাত্রার সময়ে সতর্ক থাকুন। ছাত্রছাত্রীরা কোনও পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকলে তাতে সফল হবেন। সন্তানের বিয়ের আলোচনা হবে। সন্ধ্যাবেলা ব্যয় সম্ভব।
এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ ভাগ্য আজ ৭৪ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। ১০৮ বার বিষ্ণু মালার জপ করুন।

কুম্ভ রাশিফল (Aquarius Horoscope)​: কুম্ভ রাশির জাতকরা আজ সকাল থেকেই আনন্দিত থাকবেন। মনে শ্রদ্ধা-ভক্তি থাকবে। কোনও সম্পত্তি ক্রয়ের পরিকল্পনা করে থাকলে তার কাগজপত্র ভালো ভাবে যাচাই করে নিন। তা না-হলে লোকসান হতে পারে। জীবনসঙ্গীর শারীরিক কষ্ট সম্ভব। তাই আপনার দৌড়ঝাপ বাড়বে ও টাকা খরচ হবে। দীর্ঘদিন ধরে চলতে থাকা পারিবারিক বিবাদ তুমুল আকার ধারণ করতে পারে। তবে পরিবারের বয়স্ক সদস্যদের সহযোগিতায় তা সমাপ্ত হবে।

এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ ৬৯ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। পিঁপড়েকে আটা ও গোরুকে সবুজ ঘাস খাওয়ান।

মীন রাশিফল (Pisces Horoscope)​: মীন রাশির জাতকদের দাম্পত্য জীবন আনন্দময় ও মধুর থাকবে। কোনও কাজ বা ব্যক্তিগত কারণে যাত্রা করতে হতে পারে। মা-বাবার পরামর্শ আপনাদের জন্য উপযোগী প্রমাণিত হবে। ব্যবসায় ভালো লাভ হবে। এই রাশির ছাত্রছাত্রীরা মানসিক ও বৌদ্ধিক ভার থেকে মুক্তি পাবেন। সন্ধ্যা নাগাদ কোথাও যাওয়ার গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পারেন। এর ফলে আপনার মন শান্ত হবে।

এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ আজ ৬৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। হলুদ কাপড়ে কলা গাছের শিকড় বেঁধে গলায় পরুন।

http://www.anandalokfoundation.com/