14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রাতে শীর্ষ নেতাদের সঙ্গে খালেদার বৈঠক

admin
April 19, 2016 12:41 pm
Link Copied!

শীর্ষ নেতাদের সঙ্গে রাতে বৈঠক করবেন বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

মঙ্গলবার ( ১৯ এপ্রিল) রাত সাড়ে ৮টর দিকে চেয়ারপারসেনর গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান মঙ্গলবার সকাল ১০টায় বাংলানিউজকে এ তথ্য জানান।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপিপন্থী সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার ও রিমান্ডে পাঠানো এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা গাজীপুর সিটি করপোরেশনে নির্বাচিত মেয়র আব্দুল মান্নানকে ফের গ্রেফতার করে কারাগারে পাঠানোর প্রেক্ষিতে দলের করণীয় ঠিক করতে এই বৈঠক ডেকেছেন খালেদা জিয়া।

বৈঠকে স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদকসহ ঢাকায় অবস্থানরত দলের সিনিয়র নেতাদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

http://www.anandalokfoundation.com/