আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল ঠাকুরগাও প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলার ৬ বিরঙ্গনা মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেও অপেক্ষমান রয়েছে আরো ১৮ জন। একাত্তরের সেই ভয়াল দিনগুলোতে কত নারী পাক সেনাদের হাতে নির্যাতিত হয়েছে তার সঠিক হিসেব আজো মিলেনি। সরকারের দিক নির্দেশনায় একটি মুক্তিযোদ্ধা দল ২০০৭-০৮ সালের দিকে সরেজমিনে গিয়ে বিরঙ্গনাদের সঠিক তালিকা তৈরী করার কার্যক্রম চালান। অনেক নারী তাদের সম্ভ্রমহানির কথা লজ্জায় বলতে না পেরে তালিকাভুক্ত হননি। প্রাথমিক পর্যায়ে ২৪ জন বিরঙ্গনার হিসেব মিলে। বর্তমানে ৩২ জন বিরঙ্গনার নাম পাওয়া গেলেও তালিকাভুক্ত হয়েছেন ২৪ জন।
১৯৭১ সালে পাক সেনাদের হাতে বিভিন্নভাবে নির্যাতিত ও সম্ভ্রম হারিয়ে শুধু বিরঙ্গনা উপাধি পেয়েছিল তারা। স্বাধীনতার ৪৪ বছর পর মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় ১২ অক্টোবর সারাদেশে ৪১ জন বিরঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেন। ঠাকুরগাও জেলার রাণীশংকৈল উপজেলার ৬ জন বিরঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হয় । এরা রাউৎনগর গ্রামের হাফিজ উদ্দিনের মেয়ে হাফেজা বেগম, মুগল বাসুগীর কন্যা সুমি বাসুগী, মঙ্গল কিসকু (শহীদ)’র মেয়ে মনি কিসকু, নিয়ানপুর গ্রামের জমরত আলীর মেয়ে মালেকা সিদলী গ্রামের বনহরি সরকারের মেয়ে নিহারানি দাস ও পকম্বা গ্রামের মনিরউদ্দিনের মেয়ে নুরজাহান বেগম। বিরঙ্গনা স্বীকৃতি নিয়ে স্বাধীনতার পর ৪৪ বছর ধরে আটকে আছেন লাল-সবুজের পতাকার জন্য নির্যাতিত সম্ভ্রম হারানো নারীরা। আজ তাদের স্বপ্ন পূরণ হতে চলেছে এ সব অবহেলিত নারীদের।
অপেক্ষমান রয়েছে বলিদ্বারার টেপরী, কেউটান’র তিত্ত বালা, ঝর্ণা রাণী, রায়পুর গ্রামের হানুফা, কাশিপুরের আফিয়া খাতুন, রোপন বেওয়া, পদমপুরের নিহার রাণী দাস, রাউৎনগরের আসেনা বেগম, জবেদা বেগম, জিতা হেমব্রম, মাজেদা বেগম, রৌশন আরা, রাজবাড়ির আমেনা বেগম, মকলেসা, লেহেম্বার ঝোরো বালা, মমরেজপুরের হালেমা বেগম, আরাজি কিসমত সিন্দাগড়ের হাসিনা বেগমেরা।
মুক্তিযোদ্ধা স্বীকৃতি প্রাপ্ত বিরঙ্গনা মালেকা জনান, আমরা ৪ বোন পাকিস্তানি হানাদারদের নির্যাতনের স্বীকার হয়েছি। ৪ বছর আগে আমার বোন বুধি মারা গেছে। ৩ বোন বেঁচে আছি। যুদ্ধের পর থেকেই অবহেলিত লোক ধিক্কারে আছি। সহায় সম্বল না থাকায় ভিক্ষাবৃত্তি করে দুই বেলা এক মুঠো খেয়ে না খেয়ে দিন কাটে। সরকারের কৃপায় বাকি জীবন আমাকে আর ভিক্ষা করতে হবে না ঠিক তবে আর দুই বোনের দুঃখ থেকে গেল।
উল্লেখ্য ১৯৭১ সালে ডিসেম্বরে বাংলাদেশ স্বাধীনতার লাভের পর ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান মুক্তিযুদ্ধের সময় নির্যাতিত নাারীদের বিরঙ্গনা স্বীকৃতি দিয়ে তাদের সম্মান জানান। তার নির্দেশনায় বীরঙ্গনাদের ক্ষতিপুরণ ও পুনর্বাসনের কাজ শুরু হয়। শেষ পর্যন্ত বঙ্গবন্ধুর দেয়া স্বীকৃতির ৪৩ বছর পর ১০ অক্টোবর পূর্ণ সম্মান পেল নির্যাতিত নারীরা। সারাদেশে ৪১ জনের পর বাকিরা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।
সংরক্ষিত ০১ আসনের সংসদ সদস্যা মোছাঃ সেলিনা জাহান লিটা বলেন, স্বাধীনতা যুদ্ধে পাক হানাদারদের হাতে নির্যাতিত মায়েরা আজ অবহেলিত আমি তাদের জন্য কাজ করে যাচ্ছি। রাণীশংকৈল উপজেলার ৬ জন বিরঙ্গনা মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছে সরকারের সদিচ্ছায় বাঁকি বিরঙ্গনারাও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাবে। কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আমি তাদের জন্য কাজ করে যাব।