রাণীশংকৈল প্রতিনিধি : ঠাকুরগাওয়ের রাণীশংকৈল নেকমরদ করনাইট নামক স্থানে মহাসড়কে পাগলুর সাথে ধাক্কা লেগে স্কুল ছাত্রী চুমকী (১২) আহত হয়েছে।
শুক্রবার সকালে উপবৃত্তির টাকা উঠিয়ে বাড়ি ফেরার সময় রাণীশংকৈল থেকে ছেড়ে আসা পাগলু চুমকীকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে। দ্রুত চিকিৎসা নেওয়ার পর চুমকীর অবস্থার উন্নতি হয়েছে।
চুমকী উপশহর নেকমরদ করনাইট গ্রামের মুসলিমউদ্দিনের মেয়ে। নেকমরদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।