ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রাণীশংকৈলে মুক্তিযোদ্ধা আবুল কাশেম দিনমজুর

admin
August 6, 2016 2:37 pm
Link Copied!

রাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাওয়ের রাণীশংকৈল আমজুয়ান গ্রামের মৃত চেলি মহাম্মদ’র ছেলে মুক্তিযোদ্ধা আবুল কাশেম এখন দিনমজুর। ১৯৭১ সালে দেশ স্বাধীকার আন্দোলনে স্বক্রীয়ভাবে অংশগ্রহণ করেণ তিনি। বিভিন্ন সময় মুক্তিযোদ্ধাদের নাম সরকারি পর্যায়ে তালিকাভুক্ত হলেও তিনার নাম এখনো তালিকা ভুক্ত হয়নি।

মুক্তিযোদ্ধা খতিব, শামসুলসহ সাথি যোদ্ধাদের মুক্তিযোদ্ধা ভাতা চালু রয়েছে। কিন্তু আবুল কাশেম তালিকাভুক্ত না হওয়ায় সরকারি পর্যায়ের সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। বয়সের ভারেও অভাবের তাড়নায় করতে হচ্ছে দিন মজুরের কাজ। পরবর্তীতে অনেক চেষ্টা করেও আর তালিকাভুক্ত হতে পারছেন না মুক্তিযুদ্ধের এই লড়াকু সৈনিক। দিন মজুরের কাজ করে দুই নাবালক ছেলে নিয়ে একটি খুপড়ি ঘরের মধ্যে বসবাস। তিনার নাম তালিকাভুক্ত করার জন্য তিনি সরকারের সুদৃষ্টি কামনা করেছেন।

এলাকাবাসি জানান, আবুল কাশেম একজন মুক্তিযোদ্ধা হয়েও আজ সে অসহায়ত্ব জীবন যাপন করছে। কাজ করছে ক্ষেত-খামার, মিল চাতালে। এলাকাবাসির জোর দাবি আবুল কাশেমকে সরকারি পর্যায়ে তালিকাভুক্ত করা হোক।

http://www.anandalokfoundation.com/