রাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাওয়ের রাণীশংকৈল লেহেম্বা ঝাড়বাড়ি গ্রামের গৃহবধূ শাপলা আক্তার(১৯) দুস্কৃতির হাতে খুন হয়েছে। এলাকাবাসি সুত্রে জানা যায়, শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে শাপলা আক্তারকে তার নিজ শ্বয়ন কক্ষ থেকে মুমুর্ষু অবস্থায় উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ উজ্জল কুমার ঘোষ তাকে মুত বলে ঘোষনা করেণ। গৃহবধূকে ধর্ষনের চেষ্টা করে ব্যর্থ হলে তাকে শাস রোধ করে মেরে ফেলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার শরীরে ক্ষত চিহ্ণ পাওয়া গেছে। শাপলা গোগর ঝাড়বাড়ি গ্রামের হাসান আলীর স্ত্রী এক কন্যা সন্তানের জননী। এ রিপোর্ট লিখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ সিরাজুল ইসলাম মৃতের সত্যতা নিশ্চিত করেছেন।