আবু নাসের হুসাইন, ফরিদপুর: র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল রাজবাড়ী জেলার পাংশা থানা এলাকায় অভিযান চালিয়ে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস প্রতারক চক্রের সুমন খান (১৮) নামে এক সদস্যকে আটক করেছে। মঙ্গলবার ভোররাতে তাকে আটক করে। সুমন উপজেলার কোলিমোহর ইউনিয়নের তত্বিপুর গ্রামের আব্দুল কাদের খানের ছেলে।
ফরিদপুর র্যাবের অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল নিয়মিত টহল ডিউটি করাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজবাড়ী জেলার পাংশা থানাধীন তত্তিপুর এলাকায় এসএসসি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের এক সদস্য এসএসসি পরীক্ষার প্রশ্ন বিক্রয়ের উদ্দেশ্যে প্রতারনা মূলক কার্যক্রম চালাচ্ছে।
উক্ত সংবাদ উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাইয়ের লক্ষ্যে বিশেষ আভিযানিক দলটি মঙ্গলবার ভোর রাতে কলিমোহর ইউনিয়নের তত্তিপুর গ্রামে অভিযান পরিচালনা করে এসএসসি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র ফাঁস প্রতারক চক্রের সদস্য মোঃ সুমন খাঁন ওরফে নিলয়কে আটক করে। এ সময় প্রতারনার কাজে ব্যবহৃত ১টি মোবাইল সেট জব্দ করা হয়।
উল্লেখ্য, অভিযুক্ত মোঃ সুমন খাঁন একজন দক্ষ মোবাইল টেকনিশিয়ান। সে প্রতারনার উদ্দেশ্যে নিজেই এসএসসি পরীক্ষাসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র অর্থের বিনিময়ে অসদপায় অবলম্বন করে সরবরাহ করার নিমিত্তে অনলাইন ভিত্তিক বেশ কয়েকটি পেইজ চালু করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে স্বীকার করেছে যে, সে উক্ত প্রতারনার সাথে জড়িত।
আটককৃত ব্যক্তিকে পাংশা থানায় হস্তান্তর করা হয়েছে।