বিশেষ প্রতিবেদক: কোনো ধর্মে জঙ্গিবাদদের স্থান নেই। জঙ্গীবাদ একটি বৈশ্রিক সমস্যা। বিভিন্ন রাজনৈতিক শক্তির মদদে দেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠলেও সরকারের জিরো টলারেন্স ও সামাজিক সচেতনতার মাধ্যমে তা পুরোপুরি নির্মুল না করা গেলেও নিয়ন্ত্রণে রয়েছে। বললেন অতিরিক্ত কমিশনার জনাব মনিরুল ইসলাম পিপিএম(বার)৷
আজ ২৩ সেপ্টেম্বর, শনিবার শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে আর্থিক অনুদান ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন৷
আজ শারদীয় দুর্গোৎসব ২০১৭ উপলক্ষে ২০১৬ সালের ২১ শে ফেব্রুয়ারী থেকে শুরু করে আজ পর্যন্ত যে সকল সেবায়েত ও সাধু সন্ন্যাসী জঙ্গি হামলায় নিহত হয়েছেন তাঁদের পরিবারের সদস্যদেরকে শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে আর্থিক অনুদান ও বস্ত্র বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মনিরুল ইসলাম পিপিএম(বার), বিপিএম (বার), অতিরিক্ত কমিশনার, কাউন্টার টেরোরিজম ইউনিট, ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক স্বপন কুমার সাহা, সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাড. তাপস কুমার পাল, সাবিত্রী ভট্টাচার্য্য, মিলন কান্তি দত্ত, জে. এল. ভৌমিক, মনীন্দ্র কুমার নাথ, অ্যাড. শ্যামল কুমার রায়, প্রলয় জোয়ারদ্দার, সুকুমার চৌধুরী, এস. কে. দাস,সুভাশিষ বিশ্বাস সাধন, নারায়ন সাহা মনি, কিশোর রঞ্জন মণ্ডল, রমেন মণ্ডল, বিপ্লব কুমার দে, সাগর হালদার, প্রমুখ।
এছাড়া বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জঙ্গি হামলায় নিহতদের স্মরণ ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশের করেন।