ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় জুতার কারখানায় আগুন

Link Copied!

রাজধানীর বসিলায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

সোমবার (৬ জুন) রাত সাড়ে ১০টার দিকে বসিলা সিটি হাউজিংয়ের ১২ রোডের একটি জুতার কারখানায় আগুনের সূত্রপাত হয়।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. দেওয়ান আজাদ বলেন, আজ রাত সাড়ে ১০টায় বসিলা সিটি হাউজিংয়ের ১২ নম্বর রোডের একটি জুতার কারখানায় আগুন লাগার খবর পাই।

আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে প্রায় এক ঘণ্টা কাজ করে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি। এছাড়া আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।

আগুনে কোনো হতাহতের খবরও ফায়ার সার্ভিসের কাছে আসেনি বলেও তিনি জানান।

http://www.anandalokfoundation.com/