বিডিএমডাব্লিঊ রিপোর্টঃ স্বাধীনদেশে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ক্ষমতায় থাকাকালীন সংখ্যালঘুর সম্পত্তি জোর পূর্বক দখল করে বালি ভরাট করে ভূমিদস্যু।
জানা যায়, ঢাকা ডি. এম. পি এলাকাধীন ডেমরা থানার অন্তর্গত শ্রী কালাচাঁদ মন্ডল(৭৮) তাহার পৈএিক সম্পওি ১ একর ৪৬ শতাংশ, মৌজা পাইটি, ভুমি গ্রাসী মো:রতন চেয়ারম্যানর ভাই মো:আতিক (আমুলিয়া মডেল টাউন) জোর পূর্বক দখল করে বালি ভরাট করছে। ,
উক্ত ঘটনা BDMW এর গোচরীভুত হলে এ্যাড রবীন্দ্র ঘোষ উক্ত ঘটনার সত্যতা প্রমানের জন্য ভুমি গ্রাসী মো:আতিকের সঙ্গে মোবাইল ফোন নং০১৭৭৯৪০৯৫৬৪ এ যোগাযোগ করলে মো: আতিক শ্রী কালাচাঁদ ও এ্যাড রবীন্দ্র ঘোষের সহিত খারাপ ব্যবহার করে। এতে শ্রী কালাঁচাদ ডেমরা থানায় গত ১২/০৪/২০১৮ ইং তারিখে সাধারন ডাইরী নং ৫৮২ দায়ের করলে পুলিশ উহার কোন সুব্যবস্থা করতে না পারায় ১/০৫/১৮ ইং তারিখে BDMW মানবাধিকার প্রতিনিধিদল ঘঠনাস্থান পরিদর্শন করেন, উক্ত সময়ে পুলিশ পরিদরশ্ক মো:সেলিমর সহিত সাক্ষাৎ করেন। তিনি অভিযুক্ত ভুমিগ্রাশি মো: আতিকের সহিত কথা বলে জমিটি উদ্ধারের ব্যাপারে অঙ্গিকার ব্যক্ত করেছেন।
বাংলাদেশ মাইনরিটি ওয়াচ (BDMW) ঊক্ত ঘটনার তীর্ব নিন্দা করেছেন এবং আসামিদের গ্রেফতার করে সংখ্যালঘুদের ভূমি অধিকার নিশ্চিত করনের জন্য দাবি জানাচ্ছেন।