ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রমজান উপলক্ষ্যে টিসিবি’র পণ্য বিক্রয় শুরু

পিআইডি
March 9, 2023 6:08 pm
Link Copied!

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশের নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। প্রতিমাসে দেশের কার্ডধারী এককোটি পরিবারের কাছে ভর্তুকি মূল্যে তেল, ডাল, চিনি বিক্রয় করা হচ্ছে। পবিত্র রমজান উপলক্ষ্যে এর সাথে ছোলা এবং ঢাকা নগরীতে খেজুর বিক্রয় করা হবে। রমজান উপলক্ষ্যে আজ থেকে দুই কিস্তিতে এ পাঁচটি পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে টিসিবি।

বাণিজ্যমন্ত্রী আজ ঢাকায় তেজগাঁওয়ে পবিত্র রমজান উপলক্ষ্যে দেশব্যাপী পাঁচটি পণ্যের প্রথম কিস্তির বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, চলমান বৈশ্বিক পরিস্থিতিতে নিম্নআয়ের মানুষকে সহায়তা প্রদানের জন্য বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ (টিসিবি) এর মাধ্যমে পণ্যগুলো বিক্রয় করছে। দেশব্যাপী নিয়োজিত ডিলারগণ কার্ডধারীদের মাঝে এ সকল পণ্য বিক্রয় করছে। সিটি করপোরেশন, জেলা ও উপজেলা প্রশাসন সার্বিকভাবে এ কাজে সহযোগিতা করছে।

পণ্য পাঁচটি হলো চিনি প্রতিকেজি ৬০ টাকা করে এক কেজি, মশুর ডাল প্রতিকেজি ৭০ টাকা করে দুই কেজি, সয়াবিন তেল প্রতিলিটার ১১০ টাকা করে দুই লিটার, ছোলা প্রতিকেজি ৫০ টাকা করে এককেজি এবং শুধু ঢাকা সিটিতে খেজুর প্রতিকেজি ১০০ টাকা দরে এককেজি করে বিক্রয় করা হচ্ছে। পণ্যের দ্বিতীয় কিস্তি বিক্রয় করা হবে আগামী মাসের প্রথমদিকে।

এ সময় টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসানসহ স্থানীয় কাউন্সিলর, বাণিজ্য মন্ত্রণালয় ও টিসিবি’র সিনিয়র কর্মকর্তাবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

http://www.anandalokfoundation.com/