শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো: রংপুরে সন্ত্রাসী হামলার শিকার মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব এস এম ইয়াসিরকে দেখতে রমেক হাসপাতালে যান সিটি মেয়র।
সোমবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়ে আহত ইয়াসির আলীর খোজ-খবর নেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর দোকান মালিক সমিতির মহা-সচিব রেজাউল ইসলাম মিলন, রংপুর জেলা দোকান মালিক সমিতির সহ-সভাপতি আলী হোসেন মোল্লা, মহানগর দোকান মালিক সমিতির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন মিঠু, সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান প্রমুখ। এসময় তিনি দোষিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য আহবান জানান। এর আগে এশিয়ান টিভির চতুর্থ বর্ষে পর্দাপন উপলক্ষে একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।